- এই মুহূর্তে দে । শ স্মৃ | তি | প | ট
- নভেম্বর ১৩, ২০২৩
প্রয়াত বাঁকুড়ার ৯ বারের সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া
প্রয়াত বাঁকুড়ার ন’বারের সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। হায়দরাবাদে ছেলের কাছে থাকতেন তিনি, এখানেই একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
১৯৮৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাঁকুড়ার সাংসদ ছিলেন বাসুদেব আচারিয়া। টানা ৯ বার সাংসদ হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। তাঁর আমলে বাঁকুড়া সিপিএমের ঘাঁটি হিসাবেই পরিচিত ছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থী অভিনেত্রী মুনমুন সেনের কাছে পরাজিত হন বর্ষীয়ান এই বামপন্থী নেতা বাসুদেব আচার্য। মুনমুন সেনের কাছে প্রায় ১ লক্ষ ভোটে পরাজিত হন এই বাম নেতা। সোমবার তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাঁকুড়া। স্থানীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে শীর্ষ নেতারা বাসুদেব আচারিয়ার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।
সিপিএম পশ্চিমবঙ্গ-র সোশাল পেজে লেখা হয়েছে, “সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, শ্রমিক আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব, প্রাক্তন সাংসদ কমরেড বাসুদেব আচারিয়া ৮১ বছর বয়সে আজ প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসারত ছিলেন।”
১৯৪২ সালে জন্ম বাসুদেববাবুর। পুরুলিয়ার আদ্রায় তাঁর আদি বাড়ি। তবে বর্তমানে তিনি হায়দরাবাদে থাকতেন। সংসদে রেলের স্থায়ী কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। সিপিএমের সংসদীয় দলের নেতাও ছিলেন বাসুদেববাবু। ১৯৮৫ সালে তিনি সিপিএমের রাজ্য কমিটিতে স্থান পেয়েছিলেন।
❤ Support Us