Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র স্মৃ | তি | প | ট
  • ডিসেম্বর ১৫, ২০২৩

স্তব্ধ গুপি কন্ঠ । প্রয়াত সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল

আরম্ভ ওয়েব ডেস্ক
স্তব্ধ গুপি কন্ঠ । প্রয়াত সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল

থেমে গেল সত্যজিৎ রায়ের গুপি গাইনের গলার স্বর। শুক্রবার দুপুরে প্রয়াত হলেন গায়ক এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী অনুপ ঘোষাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। গত ৭ দিন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অনুপ ঘোষালের।

তাঁর প্রয়াণের খবর পাওয়া মাত্র শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

অসংখ্য নজরুলগীতি, সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে, তপনবসিনহার সাগিনা মাহাতো সিনেমায় অনুপ ঘোষালের গান চিরস্মরণীয় হয়ে রয়েছে বাঙালির মনে। এছাড়াও মাসুম সিনেমায় রাহুলদেব বর্মনের সুরে “তুঝসে না রাজ..” গানটি চিরস্মরনীয় হয়ে থাকবে।

রাজ্যে বাম শাসনের শেষ পর্বে পরিবর্তনপন্থীদের সঙ্গে যুক্ত হন অনুপ ঘোষাল। ২০১১ সালে উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল প্রার্থী হয়ে জয়লাভ করেন অনুপ ঘোষাল। তবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে অনুপ ঘোষালকে আর প্রার্থী করেনি তৃণমূল। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে অনুপ ঘোষালকে “নজরুল স্মৃতি পুরস্কার” ও ২০১৩ সালে “সঙ্গীত মহাসম্মান” প্রদান করেছে। অনুপ ঘোষালের কন্ঠে “গঙ্গা, সিন্ধু, নর্মদা..”, “অন্তরে তুমি আছো চিরদিন..” নজরুল গীতি, দ্বিজেন্দ্রলালের “আমরা মলয় বাতাসে…”-র মতো গানগুলি বাঙালি জাতির যতদিন অস্তিত্ব থাকবে ততোদিন এই গানগুলি বেঁচে থাকবে। অগনিত অনুগামী, ছাত্রছাত্রী ও স্রোতা এই শিল্পীর প্রয়ানে শোকস্তব্ধ।

অনুপ ঘোষালের দুই কন্যা ও স্ত্রী রয়েছেন। হাসপাতালে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে যান। আজই কেওড়াতলা মহাশশানে অনুপ ঘোষালের শেষকৃত্ত সম্পন্ন হবে।

২০১১ সালে উত্তরপাড়া বিধানসভার প্রার্থী হয়ে ভোটে জিতে রাজনীতিতে নবাগাত অনুপ ঘোষাল বলেছিলেন, অনেক সময় কিছু মানুষ রাজনীতিতে আসতে বাধ্য হন। আমার একটা জিনিস আছে সেটা হল কে কি বলছেন সেটা মনে রাখার। আমি অনেকের অনেক কথা শুনেছি। সেগুলোই আমার মতো নতুন রাজনীতিকের পাথেয়। আমি রাজনীতিতে এসেছি, রাজনীতির লোক না হয়েই। তবে পরিস্থিতি আমাকে রাজনীতিক তৈরি করে দেবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!