- এই মুহূর্তে
- মার্চ ২৯, ২০২২
চড়ছে পারদ! একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তিও। বৃষ্টি কবে? যা জানাচ্ছে হাওয়া অফিস

সূর্যের কাঠফাটা রোদে প্রাণ ওষ্ঠাগত রাজ্যবাসীর। অক্ষরেখার পরিবর্তনের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায় । মৌসম ভবন সূত্রে খবর, আগামী কয়েক দিনে কলকাতা, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ সহ দেশের বেশিরভাগ অংশে তাপপ্রবাহ বাড়বে ।
বেলা গড়াতেই লু বইতে শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে৷ দিল্লি সহ একাধিক রাজ্যে তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেছে৷ মৌসম ভবন (ইন্ডিয়ান মেট্রলজিক্যাল ডিপার্টমেন্ট) নিজেদের সাম্প্রতিক আপডেটে জানিয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারতে পাঁচদিন অবধি লু বইবে৷ বাদ যাবেনা বাংলাও। সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।যার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে । একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তিও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কেবল মেঘাচ্ছন্নই থাকছে কলকাতার আকাশ । তবে আগামী ৩ দিনে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই ।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২%। বাতাসের গতি ১৬.৭ কিমি প্রতি ঘণ্টায়। আজ সারাদিন আকাশ জুড়ে দেখা যাবে রোদ-মেঘের খেলা ।আলিপুর আবহাওয়া দফতরের সোমবারের পূর্বাভাস অনুযায়ী, পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ। আপাতত দক্ষিণবঙ্গবাসীর জন্য কোনও আশার কথা শোনায়নি হাওয়া অফিস। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায়।
❤ Support Us