Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৪, ২০২৪

‌১৫ বছর বয়সেই বিশ্বরেকর্ড!‌ ভারোত্তোলকে অনন্য নজির ওড়িশার প্রীতিস্মিতার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌১৫ বছর বয়সেই বিশ্বরেকর্ড!‌ ভারোত্তোলকে অনন্য নজির ওড়িশার প্রীতিস্মিতার

মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বরেকর্ড!‌ ভারোত্তোলকে অনন্য নজির গড়ল প্রীতিস্মিতা ভোই। পেরুর লিমায় অনুষ্ঠিত বিশ্ব যুব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৪০ কেজি ওজন বিভাগে ‘‌ক্লিন অ্যান্ড জার্ক’‌–এ নতুন যুব বিশ্ব রেকর্ড গড়েছে প্রীতিস্মিতা। এই প্রথম কোনও ভারতীয় ভারোত্তোলক যুব বিশ্ব রেকর্ড গড়ল।
৪০ কেজি ওজন বিভাগে ‘‌ক্লিন অ্যান্ড জার্ক’‌–এ মোট ১৩৩ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড গড়েছে প্রীতিস্মিতা। এর মধ্যে ক্লিন–এ তোলে ৭৬ কেজি। আর স্ন্যাচে তুলেছে ৫৭ কেজি। ‘‌ক্লিন অ্যান্ড জার্ক’‌–এ আগের বিশ্ব রেকর্ড ছিল ১৩২ কেজি। আর এক ভারতীয় জ্যোৎস্না সবর এই বিভাগে রুপো জিতিছে।
বিশ্বরেকর্ড গড়ে রীতিমতো আবেগে ভাসছে ওড়িশার মেয়ে প্রীতিস্মিতা। সোনা জয়ের পর এই তরুণ প্রতিভা বলে, ‘‌নতুন বিশ্ব রেকর্ড গড়তে পেরে রোমাঞ্চিত। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমার কোচ, পরিবার এবং ফেডারেশনের সমর্থন ছাড়া এই জায়গায় পৌঁছতে পারতাম না। সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব এবং স্বপ্নগুলি পূরণ করার চেষ্টা করব।’‌
প্রতিযোগিতার প্রথম দিনে ১১টি পদক এসেছে ভারতের ঘরে। এর মধ্যে তিনটি সোনা, তিনটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছে ভারতীয় ক্রীড়াবিদরা। গত বছর বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে ভারত একটা রুপো ও চারটি ব্রোঞ্জ পদক জিতেছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!