Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১, ২০২২

৩ ফেব্রুয়ারি খুলছে স্কুল-কলেজের দরজা , ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
৩ ফেব্রুয়ারি খুলছে স্কুল-কলেজের দরজা , ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রত্যাশামতোই স্কুল খোলার সিদ্ধান্ত নিল রাজ্য। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল, কলেজ-সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠনপাঠন শুরুর নির্দেশ দিল রাজ্য সরকার।কড়া বিধিনিষেধের সুফল পেয়েছে বঙ্গ। গত কয়েকদিনে উল্লেখযোগ্য ভাবে নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণের হার। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ৩ তারিখ থেকেই রাজ্যে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তবে আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে হবে ক্লাস। কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক-সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও নিয়ম একই। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের পড়াশোনা চলবে ‘পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে’। স্কুল বন্ধ থাকায় সরস্বতী পুজো আদৌ হবে কি না, তা নিয়ে সংশয়ে ছিল পড়ুয়ারা। এদিনের ঘোষণায় খুশি তারা। তবে প্রত্যেককে কঠোরভাবে মানতে হবে করোনাবিধি।

কোভিড বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ায় বেশ কিছু ক্ষেত্রে নিয়মকানুন শিথিল করা হয়েছে। কমেছে রাত্রিকালীন কারফিউয়ের সময়সীমা। রাত ১০টার বদলে রাত ১১টা থেকে ভোর ৫ টা পর্যন্ত থাকবে নাইট কারফিউ।
ওয়ার্ক ফ্রম হোমে কর্মীদের সংখ্যা কমানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। ১ ফেব্রুয়ারি থেকে অফিস গিয়েই কাজ করতে পারবেন ৭০ থেকে ৭৫ শতাংশ কর্মী । খুলছে পার্ক, পর্যটন ক্ষেত্র। ৭৫ শতাংশ দর্শক নিয়ে চলবে সিনেমা হল। ক্রীড়াক্ষেত্র, রেস্তরাঁ কিংবা বারেও ৭৫ শতাংশ উপস্থিতিতে ছাড় দিয়েছে রাজ্য। বিয়েবাড়িতেও ৭৫ শতাংশ অতিথি সমাগমের ব্যাপারে অনুমতি মিলেছে। তবে রাজনৈতিক মিছিল, মিটিং, সভা এখনও বন্ধ।

মুখ্যমন্ত্রী এদিন জানান, কলকাতা-মুম্বই, কলকাতা-লন্ডন বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে। তবে বেঙ্গালুরুগামী বিমান চলাচল এখনও বন্ধ থাকছে। তবে লোকাল ট্রেনের সময়সীমা বাড়েনি। প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার সময়ও অপরিবর্তিতই থাকছে । মেট্রোয় চালু হচ্ছে টোকেন। পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকেই টোকেন কিনে যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা। গতবারের মতো এবারও টোকেনগুলি মেশিনের সাহায্যে জীবাণুমুক্ত করা হবে। ইলেক্ট্রনিক আলট্রা ভায়োলেট লাইটের সাহায্যে স্যানিটাইজেশনের এই কাজ চলছে ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!