Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৯, ২০২৫

২৮৬ দিন পর মর্ত্যের মাটিতে সদলে আকশজয়ী নভশ্চর। সুনীতাকে দেওয়া হোক ভারতরত্ন, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
২৮৬ দিন পর মর্ত্যের মাটিতে সদলে আকশজয়ী নভশ্চর। সুনীতাকে দেওয়া হোক ভারতরত্ন, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার বিধানসভায় বলেছেন, মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা উচিত। কারণ তিনি মহাকাশে প্রায় ৯ মাস কাটানোর সময় যে সব সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তা অতুলনীয়। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা সুনিতা উইলিয়ামস, অন্য আরেক মহাকাশচারী ও তাঁদেরকে মহাকাশ থেকে উদ্ধার করার জন্য যে দলটি অক্লান্ত পরিশ্রম করেছে, তাঁদের প্রত্যেকের প্রতি আমাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা। বিশেষ অভিনন্দন জানাই সুনিতা উইলিয়ামসকে, আমি মনে করি তাঁকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা উচিত।’ তিনি আরো বলেন, ‘কল্পনা চাওলা মহাকাশে যাওয়ার পর ফিরে আসতে পারেননি। মহাকাশযানে ত্রুটির কারণে সুনীতা আর তাঁর সঙ্গীদের ফিরে আসতে এত দীর্ঘ সময় লেগেছে। সুনীতা আমাদের দেশের মেয়ে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যেন তাঁকে যেন উপযুক্ত সম্মান দেওয়া হয়। যাতে ভবিষ্যতে তিনি আরো ভালো ভালো কাজ করতে পারেন।’ এরপর মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, এই বিষয়টি নিয়ে তিনি ভীষণ আগ্রহী।

সুনীতা উইলিয়ামস আর তাঁর সঙ্গীরা গত বছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন। তাঁদের মূল মিশন ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটদিন থাকা, কিন্তু সেই যাত্রা দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। মহাকাশযানে ত্রুটির কারণে তাঁদের ফিরতি তারিখ বারবার পিছিয়ে যায় এবং শেষমেশ প্রায় ৯ মাস পর, ২৮৬ দিন পর, সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী মহাকাশচারী বাচ উইলমোর অবশেষে বুধবার ভারতীয় সময় ভোর ৩টা ২৭ মিনিটে পৃথিবীতে ফিরে আসেন। মুখ্যমন্ত্রী সুনীতাউইলিয়ামসের ফিরে আসার পরেই নিজের X-হ্যান্ডলে তাঁকে অভিনন্দন জানান।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী মোদি সুনীতা উইলিয়ামসকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ‘সুনীতা উইলিয়ামস আমাদের দেশের গর্ব। সুনীতার পরিবার জানিয়ে দিয়েছে যে, তিনি শীঘ্রই ভারতে আসবেন।’ জানা যাচ্ছে তাঁর ভারতে আসার পর, পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ ‘শিঙাড়া পার্টি’ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সুনীতা উইলিয়ামস প্রথম নভশ্চর, যিনি মহাকাশ স্টেশনে শিঙাড়া খেয়েছেন। তাই সুনীতা ভারতে ফিরে এলে তাঁকে সম্মান জানাতে বিশেষ এই পার্টির আয়োজন।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!