- এই মুহূর্তে কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
- জুন ১, ২০২৪
কলেজে ভর্তির অভিন্ন পোর্টাল চালু জুনেই

ভোট মিটলেই স্নাতক স্তরে ভর্তি নিয়ে বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দফতর। নতুন শিক্ষাবর্ষে অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের অধিগৃহীত সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা। এ নিয়ে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।
কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হলে কলেজগুলির হাতে মেধাতালিকা তৈরির আর কোনো ক্ষমতা থাকবে না।শিক্ষা দফতরের আধিকারিকদের দাবি এতে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আসবে।
চলতি শিক্ষাবর্ষ থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সরকার থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হলেও কবে তা চালু হবে সে নিয়ে ছিল বিস্তর ধোঁয়াশা। ভোট মিটলে নতুন করে আবার বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার। সেখানে পোর্টাল সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে। এখন রাজ্যে নির্বাচনের আদর্শ আচরণ বিধি চালু আছে। সুত্র মারফত খবর, ২২জুন থেকে নতুন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু হতে পারে।
আগে কোনও পড়ুয়াকে কোনও বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজে ভর্তি হতে চাইলে সেই কলেজের ওয়েবসাইটে আবেদন করতে হত। নতুন এই নিয়মে আবেদন করতে হবে নতুন পোর্টালে। এরপর বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রতি বিষয়ে মেধা তালিকা প্রকাশিত হলে সেই মেধা তালিকা অনুযায়ী কলেজ পছন্দ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। শেষে কাউন্সেলিংয়ের ভিত্তিতে ছাত্রছাত্রীরা সেই কলেজে ভর্তি হতে পারবেন।
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবার পরেই লোকসভা নির্বাচন থাকার জন্য এতদিন ভর্তি প্রক্রিয়া চালু হতে পারেনি। এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তা চালু হলেও সময়মতো সিলেবাস শেষ করা যাবে কিনা ,তা নিয়ে উঠছে প্রশ্ন।
❤ Support Us