- কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
- জুন ১৭, ২০২২
জয়েন্টে মেধাতালিকায় উত্তীর্ণ ৫৮,৬২৩ পুরুষ আর ২১, ৫৯৮ মহিলা পরীক্ষার্থী। এবার পাশের হার ৯৮.৫ শতাংশ ।

৪৮ দিনের মাথায় প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। এ বার রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন হাওড়ার হিমাংশু শেখর। দ্বিতীয় হয়েছেন, উত্তরবঙ্গের শিলিগুড়ির একই নাম, পদবির আরও এক হিমাংশু শেখর। এ বারের মাধ্যমিক পরীক্ষাতেও ঠিক এমনটাই হয়েছিল। অনেকেই একে আশ্চর্য সমাপতন বলছেন।
হাওড়ার বালির বাসিন্দা হিমাংশু পড়েন ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলে। অন্য দিকে, জয়েন্টে দ্বিতীয় স্থান অধিকার করা হিমাংশু শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের ছাত্র। দু’জনই তালিকায় চোখ বুলিয়ে অবাক, এমনও হয় নাকি! দু’জনেই দু’জনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।ফলপ্রকাশের পর প্রথম হওয়া হাওড়ার হিমাংশু বলেন, ‘রেজাল্ট শুনে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না আমি প্রথম না দ্বিতীয়, কী হয়েছি। পরে ব্যারাকপুরের স্কুলের নাম শুনে নিশ্চিত হলাম। তবে শিলিগুড়ির সমনামীকেও আমি অন্তর থেকে অভিনন্দন জানাই।’
ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্র কলকাতার সপ্তর্ষি মুখোপাধ্যায় তৃতীয় হয়েছেন । পঞ্চম হয়েছেন কোচবিহারের জেনকিনস স্কুলের কৌস্তভ চৌধুরী। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়াদের মধ্যে তিনিই প্রথম হয়েছেন। জেলার নিরিখে শীর্ষে জায়গা করে নিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। ৯৮.৫ শতাংশ পাস করেছেন এই জেলা থেকে। তারপর আছে যথাক্রমে – কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি।এবারে পাশের হার ৯৮.৫ শতাংশ। উল্লেখ্য, এই বছর রাজ্য জয়েন্টের মেধাতালিকার প্রথম পাঁচে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কোনও পড়ুয়াই নেই। প্রথম দশে দু’জন আছেন পশ্চিমবঙ্গ বোর্ডের। অন্যদিকে দুর্দান্ত ফল সিবিএসই-র। ছয়জন সিবিএসইয়ের পড়ুয়া জায়গা করে নিয়েছেন এই তালিকায়। বাকি আইএসসি পরীক্ষা দিয়েছিলেন ।
সাংবাদিক সম্মেলনে রাজ্যের জয়েন্ট এনট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান, সমস্ত উত্তরপত্র খতিয়ে দেখতে একটু বেশি সময় লেগেছে তাঁদের। যে কারণে নির্ধারিত সময়ের তুলনায় ফলপ্রকাশে সাত থেকে আটদিন বেশি সময় লেগেছে। এবার মোট পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ১৪১৩ জন। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৮,৬২৩ জন পুরুষ এবং ২১, ৫৯৮ জন মহিলা পরীক্ষার্থী।
❤ Support Us