- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৪, ২০২৩
ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড গড়ে জয়, ক্যারিবিয়ান ক্রিকেটে নতুন ভোর
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কি পুনর্জাগরনের পথে? সেই ইঙ্গিতটাই কিন্তু পাওয়া যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে। গতবছর টি২০ বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ক্যারিবিয়ানরা। এবছর একদিনের ক্রিকেটের বিশ্বকাপেরও টিকিট জোগাড় করতে পারেনি দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর সেই দল কিনা ইংল্যান্ডের মতো দলকে উড়িয়ে দিল ৪ উইকেটে! তাও আবার ৩২৫ রান তাড়া করে! রেকর্ড গড়ে প্রথম একদিনের ম্যাচে জিতল ওয়েস্ট ইন্ডিজ। সত্যিই ক্যারিবিয়ান ক্রিকেটের পুনর্জন্ম হতে চলেছে।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগুয়ার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে ছিল একদিনের সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপে ব্যাটিংই ডুবিয়েছিল জস বাটলারের দলকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অবশ্য অন্য ছবি। ওপেনিং জুটিতে ফিল সল্ট (২৮ বলে ৪৫) ও উইল জ্যাকস (২৪ বলে ২৬) ৮.২ ওভারেই তুলে ফেলেন ৭৭।
মিডল অর্ডারে জ্যাক ক্রলির ৬৩ বলে ৪৮, হ্যারি ব্রুকের ৭২ বলে ৭১ রানের ইনিংস ইংল্যান্ডকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছিল। বাটলার (৩) ও লিভিংস্টোনদের (১৭) ব্যর্থতায় একসময় ২৩৯ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। ব্রাইডন কার্স (২১ বলে অপরাজিত ৩১), সাম কারেনরা (২৬ বলে ৩৮) ইংল্যান্ডকে ৫০ ওভারে ৩২৫ রানে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নেন রোমারিও শেফার্ড, মোতিয়ে ও ওসানে থমাস।
৩২৫ রান তাড়া করে জিততে গেলে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড গড়তে হত। কারণ, ঘরের মাঠে এত রান তাড়া করে জেতার অতীতে নজির নেই। অ্যালিক অ্যাথানাজ ও ব্র্যান্ডন কিংয়ের ওপেনিং জুটিই ভিত গড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। জুটিতে ওঠে ১০৪ রান। লেগ স্পিনার রেহান আহমেদ ইংল্যান্ডকে প্রথম ব্রেক থ্রু এনে দেন। তুলে নেন অ্যাথানাজকে (৬৫ বলে ৬৬)। পরের ওভারে লিভিংস্টোনে ফেরান ব্রেন্ডন ওপেনার কিংকে (৪৪ বলে ৩৫)। কিসি কার্টি ১৬ রান করে আউট হন। এরপর ওয়েস্ট ইন্ডিজকে টেনে নিয়ে যান সাই হোপ ও শিমরন হেটমায়ের। জুটিতে ওঠে ৫৬। ৩০ বলে ৩২ রান করে আউট হন হেটমায়ের। ৬ রান করেন রাদারফোর্ড।
একসময় ২১৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রোমারিও শেফার্ডের সঙ্গে হোপের ৫১ বলে ৮৯ রানের জুটির ওপর ভর করে ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা। ২৮ বলে ৪৯ রান করে আউট হন শেফার্ড। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক সাই হোপ। ৮৩ বলে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। মারেন ৪টি চার ও ৭টি ছক্কা। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন গাস অ্যাটকিনসন ও রেহান আহমেদ।
❤ Support Us