- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৮, ২০২৪
অভিষেকে ৫ উইকেট শামার জোসেফের, তবু ইনিংস পরাজয়ের হাতছানি ওয়েস্ট ইন্ডিজের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট নির্বাচনের পর প্রাক্তন ক্যারিবিয়ান তারকা জেফ দুজোঁ বলেছিলেন, ‘কসাইখানাই ভেড়ার দল পাঠানো হচ্ছে।’ জেফ দুজোঁ কথাটা যে বুল বলেনি, সিরিজের প্রথম টেস্টেই প্রমানিত। অস্ট্রেলিয়ার জোরে বোলারদের বিরুদ্ধে নূন্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। মেন্টর ব্রায়ান লারার পরামর্শও কাজে লাগাতে পারেননি ক্রেগ ব্রেথওয়েটরা। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় ক্যারিবিয়ানদের। বিধ্বংসী বোলিং জস হ্যাজেলউডের। দ্বিতীয় দিনেই জয়ের কাছাকাছি পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গিয়েছিল ১৮৮ রানে। জবাবে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া তুলেছিল ২ উইকেটে ৫৯। দ্বিতীয় দিনের শুরুতেই ক্যামেরন গ্রিনকে (১৪) তুলে নেন শামার জোসেফ। ৪৫ রান করে আউট হন উসমান খোয়াজা। মিচেল মার্শ ৫ রান করে আউট হন। ১২৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। পরিস্থিতি সামাল দেন ট্রাভিস হেড।
অ্যালেক্স ক্যারি (১৫), মিচেল স্টার্কের (১০) সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান হেড। তিনি যখন আউট হন, অস্ট্রেলিয়ার রান তখন ২৫৫/৮। শেষদিকে প্যাট কামিন্স (১২) ও নাথান লায়নের (২৪) জুটি অস্ট্রেলিয়াকে ২৮৩ রানে পৌঁছে দেন। অভিষেক টেস্টে ৯৪ রানে ৫ উইকেট তুলে নেন শামার জোসেফ। কেমার রোচ ও জাস্টিন গ্রেভস ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। স্কোর বোর্ডে কোনও রান ওয়ার আগেই ফিরে যান তেজনারায়ন চন্দ্রপাল (০)। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (১) আবার ব্যর্থ। দুজনই হ্যাজেলউডের শিকার। এরপর অ্যালিক অ্যাথানেজ (০) ও কাভেম হজকেও (০) ফেরান হ্যাজেলউড। প্রথম স্পেলে ৫ ওভার বোলিং করে ৪ মেডেনসহ ২ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলেন এই অসি জোরে বোলার। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করা কার্ক ম্যাকেঞ্জিকে (২৬) ফেরান ক্যামেরন গ্রিন। জাস্টিন গ্রেভসকে (২৪) তুলে নেন নাথান লায়ন। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৬ উইকেটে ৭৩। ক্রিজে রয়েছেন জোসুয়া ডি সিলভা (১৭)। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখনও ২২ রানে পিছিয়ে। হাতে ৪ উইকেট। ইনিংস পরাজয় ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।
❤ Support Us