Advertisement
  • টে | ক | স | ই
  • জুন ৩, ২০২৪

নিষিদ্ধ ৭০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ‘নিয়ম’ না মানলেই বিপদ

আরম্ভ ওয়েব ডেস্ক
নিষিদ্ধ ৭০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ‘নিয়ম’ না মানলেই বিপদ

হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ এখন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে মানুষের কাছে। প্রতিদিন লক্ষ মানুষ এর পরিষেবায় উপকৃত হচ্ছে। বিভিন্ন সংস্থাও এখন তাদের কাজের মাধ্যম রূপে বহুল ব্যবহার করছে এই মেসেজিং অ্যাপের। এমন কি চলছে ব্যবসায়িক তথ্য আদান প্রদানও।
কিন্তু প্রদীপের নিচেও থাকে অন্ধকার । অন্তত এমন কথাই বলছে হোয়াটসঅ্যাপ-এর মালিকানাধীন সংস্থা ‘মেটা।’ তারা জানিয়েছে , এপ্রিল মাসের ১ থেকে ৩০ তারিখের মধ্যে তারা অন্তত ৭,১৮২,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। এর মধ্যে ১৩ লক্ষ এমন অ্যাকাউন্ট আছে, যাদের বিরুদ্ধে  অভিযোগ আসার আগেই পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থা। এদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মেসেজিং অ্যাপটির অপব্যবহার করেছেন। ভবিষ্যতে আরও বহু অ্যাকাউন্ট তাদের নজরে আছে বলে জানা গেছে।

গত এপ্রিলে ১০৫৫৪ জন ব্যবহারকারি বিভিন্ন অভিযোগে সংস্থার কাছে অভিযোগ জানায়, যার বদলে ৬ টি অ্যাকাউন্টকে নিষিদ্ধ করে ‘মেটা।’
মেটা হোয়াটসঅ্যাপকে তার ব্যবহারকারির কাছে নিরাপদ হিসেবে প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর। যে কারণে তারা অ্যাকাউন্ট নিষিদ্ধ করে , সেগুলি হল-
পরিষেবার শর্তাবলী লঙ্ঘন: এতে অন্তর্ভুক্ত রয়েছে স্প্যাম, স্ক্যাম, ভুল তথ্য এবং ক্ষতিকারক সামগ্রীতে জড়িত অ্যাকাউন্টগুলি ।
আইনি লঙ্ঘন: আইন লঙ্ঘন করে এমন অ্যাকাউন্ট থেকে যে কোনো কার্যকলাপ সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করা হয়।
ব্যবহারকারীর অভিযোগ: যারা আপত্তিজনক বা অনুপযুক্ত আচরণের সম্মুখীন হয়, হোয়াটসঅ্যাপ এমন ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয় ।
এছাড়াও, হোয়াটসঅ্যাপ  তাদের সবকটি অ্যাকাউন্টের  ওপর  নজর রাখার জন্য অ্যালগরিদম ব্যবহার করে থাকে। যার মধ্যে ভুল তথ্য থেকে স্প্যাম কিছুই নজর এড়ায় না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!