Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৪, ২০২৪

মহিলাদের টি২০ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ভারতের, ভাগ্য এখন পাকিস্তানের হাতে

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের টি২০ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ভারতের, ভাগ্য এখন পাকিস্তানের হাতে

নিউজিল্যান্ডের কাছে গ্রুপ লিগের প্রথম ম্যাচে পরাজয়ে আশঙ্কাটা তৈরি হয়েছিল। মহিলাদের টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে তো ভারত?‌ সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ লিগের শেষ ম্যাচে হেরে সঙ্কটে ভারত। একপ্রকার বিদায়ই বলা যেতে পারে। হরমনপ্রীত কাউরদের ভাগ্য এখন পাকিস্তানের হাতে। আজ, সোমবার পাকিস্তান যদি গ্রুপ লিগের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারে, তাহলেই ভারতের সামনে সেমিফাইনালের রাস্তা খুলে যেতে পারে।
প্রথম ম্যাচে পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। পরের দুটি ম্যাচে হারিয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ ভারতের কাছে ছিল মরণবাঁচনের। মরণবাঁচনের ম্যাচে দুর্দান্ত লড়াই করেও শেষরক্ষা করতে পারেনি ভারত। একসময় জয়ের সম্ভাবনা তৈরি করেও অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৯ রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষ ভারতের। একমাত্র লড়াই করেন অধিনায়ক হরমনপ্রীত কাউর।
গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারে বেথ মুনি (‌২)‌ ও জর্জিয়া ওয়ারহ্যামকে (‌০)‌ পরপর ২ বলে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে জোর ধাক্কা দিয়েছিলেন রেণুকা সিং। অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রাথ (‌২৬ বলে ৩২)‌ ও এলিসে পেরির (‌২৩ বলে ৩২)‌ হাত ধরে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। ফোয়েবে লিচফিল্ড ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। রেণুকা সিং ২৪ রানে ২ উইকেট নেন।
ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিলেন শেফালি ভার্মা। যদিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। চতুর্থ ওভারে অ্যাশলে গার্ডনারের বল এআউট হন শেফালি (‌১৩ বলে ২০)।‌ স্মৃতি মানধানা (‌১২ বলে ৬) ও জেমাইমা রডরিগেজ (‌১৩ বলে ১৬)‌ দ্রুত ফেরেন। ৭ ওভারের মধ্যেই ৪৭ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর জুটি বেঁধে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক হরমনপ্রীত ও দীপ্তি শর্মা। দীপ্তি (‌২৫ বলে ২৯)‌ আউট হতেই ধস ভারতীয় ইনিংসে। রিচা ঘোষ করেন ১ রান। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। প্রথম বলে সিঙ্গলস নেন হরমনপ্রীত। ক্রিজের অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের অসহায় আত্মসমর্পন দেখলেন। পরপর ফিরে যান পুজা বস্ত্রকার (‌৯)‌, অরুন্ধতী রেড্ডি (‌০)‌, শ্রেয়াঙ্কা পাতিল (‌০)‌ ও রাধা যাদব (‌০)‌। শেষপর্যন্ত ২০ ওভারে ১৪২/‌৯ রানে থেমে যায় ভারতের ইনিংস।
ভারতের সেমিফাইনালের ভাগ্য এখন নির্ভর করছে পাকিস্তানের হাতে। অস্ট্রেলিয়া গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তাদের ৪ ম্যাচে ৮ পয়েন্ট। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ভারতের নেট রানরেট +‌০.৩২২। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের নেট রানরেট +‌০.‌২৮২। পাকিস্তানের ৩ ম্যাচে ২ পয়েন্ট, নেট রানরেট -‌০.‌৪৮৮। গ্রুপ লিগের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই সেমিফাইনালে পৌঁছে যাবে নিউজিল্যান্ড। পাকিস্তানের সামনেও সুযোগ আছে। সেক্ষেত্রে বিশাল ব্যবধানে জিততে হবে। আর কম ব্যবধানে জিতলে ভারতের সামনে সুযোগ এসে যাবে সেমিফাইনালে ওঠার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!