Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৭, ২০২৩

মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মুম্বই ইন্ডিয়ান্সের

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মুম্বই ইন্ডিয়ান্সের

মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ানসের জয় ৭ উইকেটে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩১/‌৯ রান তোলে দিল্লি। জবাবে ১৯.‌৩ ওভারে ১৩৪/‌৩ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি। দুরন্ত ব্যাট করে দলকে জয় এনে দেন ন্যাট স্কিভার।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দিল্লি। ভাল শুরু করেও দ্বিতীয় ওভারে ইসাবেলা ওংয়ের তৃতীয় বলে আউট শেফালি (‌৪ বলে ১১)‌। বলটা কোমরের উচ্চতায় ছিল। ক্যাচ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি নো বলের জন্য রিভিউ নেন। কিন্তু লাভ হয়নি। একবল পরে আবার সেই ফুলটসে বলে এলিস ক্যাপসেকে (‌০)‌ তুলে নেন ইসাবেলা। ক্যাপসেও নো বলের জন্য রিভিউ নিয়েছিলেন। যদিও সাফল্য আসেনি। পঞ্চম ওভারে জেমাইমা রডরিগেজকেও (‌৯)‌তুলে নেন ইসাবেলা ওং।
৫ ওভারের মধ্যে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। মারিজানে কাপকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে যাচ্ছিলেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। বড় জুটি গড়ে ওঠার মুখেই আবার ধাক্কা। মারিজানে কাপকে (‌১৮)‌ তুলে নেন মেলিয়ে কের। মেগ ল্যানিং (‌২৯ বলে ৩৫)‌ রান আউট হলেই বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় দিল্লির। শেষ দিকে জ্বলে ওঠেন শিখা পান্ডে (‌১৭ বলে অপরাজিত ২৭)‌ ও রাধা যাদব (‌১২ বলে অপরাজিত ২৭)। দশম উইকেটের জুটিতে‌ ৫২ রান যোগ করে দিল্লিকে ১৩১/‌৯ রানে পৌঁছে দেন দুজে। দুরন্ত বল করে ৫ রানে ৩ উইকেট তুলে নেন হেইলি ম্যাথিউজ। ৪২ বলে ৩ উইকেট ইসাবেলা ওংয়ের। ১৮ রানে ২ উইকেট নেন মেলিয়ে কের।
জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য তেমন কঠিন ছিল না মুম্বইয়ের সামনে। কিন্তু দিল্লির বোলাররা পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। দ্বিতীয় ওভারেই যস্তিকা ভাটিয়াকে (‌৪)‌ তুলে নেন রাধা যাদব। চতুর্থ ওভারে হেইলি ম্যাথিউজকে (‌১২ বলে ১৩)‌ ফেরান জোনাসেন। এরপর ধীরে ধীরে মুম্বইকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল হরমনপ্রীত কাউর ও ন্যাট স্কিভার। জুটিতে ওঠে ৭২। ১৭ ওভারের প্রথম বলে রান আউট হন হরমনপ্রীত (‌৩৯ বলে ৩৭)‌। হরমনপ্রীত আউট হতেই চাপে পড়ে যায় মুম্বই। ১২ বলে জয়ের জন্য দরকার ছিল ২১ রান। ১৯ তম ওভারে জোনাসেনের বলে ১৭ রান তুলে মুম্বইয়ের জয় অনেকটাই নিশ্চিত করে দেন মেলিয়ে কার ও ন্যাট স্কিভার। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ১৩৪/‌৩ তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। দুরন্ত ব্যাটিং করে দলকে জয় এনে দেন ন্যাট স্কিভার। ৫৫ বলে ৬০ রানে তিনি অপরাজিত থাকেন। ৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন মেলিয়ে কার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!