- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১, ২০২৩
মহিলা প্রিমিয়ার লিগে জমকালো উদ্বোধনে কিয়ারা, শ্যানন

৪ মার্চ থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রস্তুতিতে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। চোখধাঁধানো জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। হাজির থাকবেন বলিউডের নানা তারকা।
নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলাদের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এখানেই প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। বিকেল পাঁচটা থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। দর্শকদের জন্য বিকেল ৪টেয় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কিয়ারা আদবানি, কৃতী শ্যাননের মতো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও থাকবেন জনপ্রিয় গায়ক এপি ধিলোঁ। কিয়ারা আদবানি ও কৃতী শ্যানন বিভিন্ন জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচবেন। এপি ধিলোঁ বিভিন্ন গান পরিবেশন করবেন। তবে শোনা যাচ্ছে মহিলা প্রিমিয়ার লিগের থিমসং গাইবেন শঙ্কর মহাদেবন। ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান চলতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই দলগুলি মুম্বইয়ে পৌঁছে গেছে এবং অনুশীলনও শুরু করে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্বে রয়েছেন ঝুলন গোস্বামী। মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কাউর। মিতালী রাজ গুজরাটের মেন্টরের দায়িত্বে রয়েছেন। গুজরাট জায়ান্টসকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের তারকা বেথ মুনি। ইতিমধ্যেই মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
❤ Support Us