Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৮, ২০২৪

মহিলাদের প্রিমিয়ার লিগে রিটেনশন তালিকা প্রকাশ, কোর গ্রুপ ধরে রাখল সব দলই

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের প্রিমিয়ার লিগে রিটেনশন তালিকা প্রকাশ, কোর গ্রুপ ধরে রাখল সব দলই

ডিসেম্বরে অনুষ্ঠিত হবে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম। বৃহস্পতিবার ছিল ক্রিকেটার রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন। ৫টি ফ্র‌্যাঞ্চাইজি যে তালিকা জমা দিয়েছে, তাতে কোনও চমক নেই। সব দলই কোর গ্রুপ ধরে রেখেছে। ৫টি ফ্র‌্যাঞ্চাইজি মোট ৭১ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। এদের মধ্যে ২৫ জন বিদেশি। অর্থাৎ নিলাম থেকে ফ্র‌্যাঞ্চাইজিগুলি ৫ বিদেশিসহ মোট ১৯ জন ক্রিকেটারকে নিতে পারবে।
গতবার মহিলাদের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা ধরে রেখেছে স্মৃতি মানধানা, আশা শোভনা, ড্যানি ওয়াট, একতা বিস্ত, এলিস পেরি, জর্জিয়া ওয়ারহ্যাম, কণিকা আহুজা, কেট ক্রস, রেণুকা সিং, রিচা ঘোষ, এস মেঘনা, শ্রেয়াঙ্কা পাতিল, সোফি ডিভাইন, সোফি মলিনিউক্সকে। ছেড়ে দিয়েছে দীক্ষা কাসাট, ইন্দ্রাণী রায়, শ্রদ্ধা পোকরকর, শুভা সতীশ, সিমরন বাহাদুরকে। নিলাম থেকে ৪ জন ক্রিকেটারকে নিতে পারবে বেঙ্গালুরু।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে অ্যালিস ক্যাপসি, অ্যানাবেল সাদারল্যান্ড, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রডরিগেজ, জেস জোনাসেন, মারিজান কাপ, মেগ ল্যানিং, মিন্নু মনি, রাধা যাদব, শেফালি ভার্মা, শিখা পাণ্ডে, স্নেহ দীপ্তি, তানিয়া ভাটিয়া, তিতাস সাধুকে। ছেড়ে দিয়েছে অপর্ণা মণ্ডল, অশ্বিনী কুমারী, লৌরা হ্যারিস, পুণম যাদবকে। নিলাম থেকে এক বিদেশিসহ ৪ জনকে নিতে পারবে দিল্লি।
ইউপি ওয়ারিয়র্জ ধরে রাখল অ্যালিসা হিলি, অঞ্জলি সর্বাণী, চামারি আতাপাত্তু, দীপ্তি শর্মা, গৌহের সুলতানা, গ্রেস হ্য়ারিস, কিরণ নবগীরে, পুণম খেমনার, রাজেশ্বরী গায়কোয়াড়, সাইমা ঠাকোর, শ্বেতা শেরাওয়াত, সোফি এক্লেস্টোন, তাহলিয়া ম্যাকগ্রা, উমা ছেত্রী, বৃন্দা দীনেশ। ছেড়ে দিয়েছে লক্ষ্মী যাদব, পার্শ্ববী চোপড়া, এস যশশ্রী, লরেন বেলকে। একজন বিদেশিসহ তিনজনকে নিতে পারবে ইউপি ওয়ারিয়র্জ।
গুজরাট জায়ান্টস ধরে রেখেছে অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, ভারতী ফুলমালি, দয়ালান হেমলতা, হারলিন দেওল, কাশ্বী গৌতম, লৌরা উলভার্ট, মান্নত কাশ্য়প, মেঘনা সিং, ফিব লিচফেল্ড, প্রিয়া মিশ্র, সায়লী সাতঘড়ে, শবনম শাকিল, তনুজা কানওয়ার। ছেড়ে দিয়েছে ক্যাথরিন ব্রাইস, লরেন চিটল, লি তাহুহু, স্নেহ রানা, তারান্নুম পাঠান, তৃষা পূজিতা, বেদা কৃষ্ণমূর্তিকে। নিলাম থেকে ২জন বিদেশিসহ ৪ জনকে নিতে পারবে গুজরাট।
মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখল হরমনপ্রীত কাইর, আমনদীপ কাউর, আমনজ্যোৎ কাউর, অ্যামেলিয়া কের, ক্লোয় ট্রায়ন, হেইলি ম্যাথুজ, জিন্টিমনি কলিতা, কীর্তনা বালাকৃষ্ণন, ন্যাট সিভার-ব্রান্ট, পূজা বস্ত্রকার, এস সাজনা, সাইকা ইশাক, শবনিম ইসমাইল, যস্তিকা ভাটিয়া। ছেড়ে দিয়েছে ফতিমা জাফর, হুমাইরা কাজী, ইসাবেল ওং, প্রিয়াঙ্কা বালাকে। নিলামে একজন বিদেশিসহ ৪ জনকে নিতে পারবে মুম্বই। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!