Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৪

টেস্ট র‌্যাঙ্কিংয়ে অভাবনীয় অগ্রগতি যশস্বীর, উঠে এলেন ১২ নম্বরে

আরম্ভ ওয়েব ডেস্ক
টেস্ট র‌্যাঙ্কিংয়ে অভাবনীয় অগ্রগতি যশস্বীর, উঠে এলেন ১২ নম্বরে

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দারুণ ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। সিরিজ শুরুর আগে তিনি ছিলেন ৬৯ নম্বরে। দুরন্ত পারফরমেন্সের সুবাদে আইসিসি–র টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ৫৭ ধাপ অগ্রগতি হয়েছে ভারতের এই তরুণ ওপেনারের। ৬৯ থেকে একলাফে উঠে এসেছেন ১২ নম্বরে। এক ধাপ নেমে তাংর পরেই রয়েছেন রোহিত শর্মা। যশস্বীর মতো র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে ধ্রুব জুরেলেরও। ৩১ ধাপ উঠে এসে তিনি রয়েছেন ৬৯ নম্বর স্থানে।
শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ৮৯৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ১ নম্বরে রয়েছেন। ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে রাঁচি টেস্টে সেঞ্চুরি করার সুবাদে ২ ধাপ উঠে এসেছেন জো রুট। তিনি রয়েছেন তৃতীয় স্থানে। এক ধাপ করে নেমে ড্যারিল মিচেল ও বাবর আজম যথাক্রমে রয়েছেন চতুর্থ ও পঞ্চম স্থানে।
প্রথম দশে ভারতীয়দের মধ্যে একমাত্র রয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে না খেলায় তিনি ২ ধাপ নেমে গেছেন। রয়েছেন নবম স্থানে। ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি এই প্রথম ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের প্রথম ২০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। তিনি রয়েছেন ১৭ নম্বরে।
বোলারদে তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরা। তবে দ্বিতীয় স্থানে থাকা রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তাঁর ২১ পয়েন্ট কমেছে। রাঁচিতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সুবাদে তাঁর রেটিং বেড়েছে। বুমরার রেটিং পয়েন্ট ৮৬৭, অশ্বিনের ৮৪৬। বুমরা ও অশ্বিন ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে প্রথম ১০–এ রয়েছেন রবীন্দ্র জাদেজা। ৭৮৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন সপ্তম স্থানে। স্পিনার কুলদীপ যাদব ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২তম স্থানে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!