Advertisement
  • চা । রু । ল । তা
  • নভেম্বর ৫, ২০২১

বাড়ল মনের জোর, তিন ফুট ন’ইঞ্চির ক্রিস্টেন এখন পাঁচ ফুটের তরুণী

আরম্ভ ওয়েব ডেস্ক
বাড়ল মনের জোর, তিন ফুট ন’ইঞ্চির ক্রিস্টেন এখন পাঁচ ফুটের তরুণী

দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন বলেই মানসিক বৃদ্ধি হলেও দৈহিক বৃদ্ধি ঘটেনি ক্রিস্টেনের।বয়স বাড়তেই শুনতে হয়েছে সমাজের নানা কথা। অবসাদে আক্রান্ত হয়ে পড়েন। অবসাদ থেকে রেহাই  পেতে, পেশাদার যোগ শিক্ষকের আশ্রয় নিলেম। অনুশীলন করতে করতে নিজেও হয়ে উঠলেন যোগা শিক্ষক। সম্প্রতি স্বপ্ন পূরণ করলেন ক্রিস্টেন। নিজের দৈহিক উচ্চতা ১৩ ইঞ্চি বাড়িয়ে নিয়ে এখন তিনি পাঁচ ফুট।

৩৬ বছরের ক্রিস্টেন জন্ম থেকেই  অ্যাকনড্রোপ্ল্যাসিয়া রোগে আক্রান্ত । এই রোগে হাত এবং পায়ের হাড়ের বৃদ্ধি ব্যাহত হয়। অস্ত্রোপচারে তাঁর হাত এবং পায়ের হাড়ের নির্দিষ্ট অংশ ভেঙে ফেলা হয়। তার পর দুই টুকরোর মাঝে স্টিলের রড ঢুকিয়ে স্ক্রু দিয়ে সেটিকে লাগিয়ে দেওয়া হয়। পা এবং হাতে দুই অংশেই একই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।নিজের উচ্চতা বৃদ্ধিতে আত্মবিশ্বাস বেড়ে গেল ক্রিস্টেনোর। মুখ বেঁকিয়ে উড়িয়ে দিচ্ছেন চারপাশের ব্যঙ্গ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!