Advertisement
  • এই মুহূর্তে চা । রু । ল । তা দে । শ
  • মার্চ ১, ২০২৫

ভারতীয় বায়ুসেনার ঐতিহাসিক মুহূর্ত ! জাগুয়ার স্কোয়াড্রনে প্রথম স্থায়ী মহিলা পাইলট তনুষ্কা সিং

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতীয় বায়ুসেনার ঐতিহাসিক মুহূর্ত ! জাগুয়ার স্কোয়াড্রনে প্রথম স্থায়ী মহিলা পাইলট তনুষ্কা সিং

ফ্লাইং অফিসার তনুষ্কা সিং ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার স্কোয়াড্রনে স্থায়ীভাবে নিযুক্ত প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হলেন। দেশ সুরক্ষায় নারীদের অংশগ্রহণে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপিত হল। তননুষ্কা এয়ার ফোর্স একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন, তাঁর পরিবারের সামরিক বাহিনীর সঙ্গে যোগ রয়েছে।

ভারতীয় বায়ুসেনার ইতিহাসে নয়া অধ্যায়। ফ্লাইং অফিসার তনুষ্কা সিং ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার স্কোয়াড্রনে স্থায়ীভাবে নিযুক্ত প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হলেন। দেশ সুরক্ষায় নারীদের অংশগ্রহণে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপিত হল। তননুষ্কা এয়ার ফোর্স একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন, তাঁর পরিবারের সামরিক বাহিনীর সঙ্গে যোগ রয়েছে। এর আগে, মহিলা পাইলটরা প্রশিক্ষণের সময় এই বিমান চালালেও, কোনো মহিলা পাইলটকে জাগুয়ার যুদ্ধ বিমান চালানোর জন্য স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি। জাগুয়ার ফাইট জেট বায়ুসেনার গুরুত্বপূর্ণ স্ট্রাইক এয়ারক্রাফট, যা শত্রুদের উপর নির্ভুল আক্রমণের জন্যই বিশেষ পরিচিত।

তনুষ্কা সামরিকক্ষেত্রের সঙ্গে যুক্ত এমন একটি পরিবার থেকে এসেছেন। তাঁর বাবা এবং দাদা সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন। প্রথম জীবনে সেনাবাহিনীতে যোগ দেবার ইচ্ছা থাকলেও, শেষ পর্যন্ত বায়ুসেনাকেই বেছে নেন। তাঁর সে সীদ্ধান্তের যথাযথ মর্যাদা পেতে চলেছেন তিনি। উত্তর প্রদেশে জন্ম, কিন্তু ২০০৭ সাল থেকে ম্যাঙ্গালুরুর বাসিন্দা তিনি। সুরথকালে ডিপিএস এমআরপিএল স্কুল থেকে প্রাথমিক শিক্ষার পর ম্যাঙ্গালুরুতে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ২০২২ সালে মণিপালের এমআইটিতে ইলেকট্রিকাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন। এরপর তেলেঙ্গানার ডুণ্ডিগালে এরার ফোর্স একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। হক-এমকে ১৩২ বায়ুযান চালানোয় উপর বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন।

তাঁর বাবা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অজয় প্রতাপ সিং, বর্তমানে এমআরপিএল-এ এইচএসই বিভাগের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়ের দায়িত্বে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমি গর্বের সাথে নিজেকে একজন মহিলা বায়ুসেনার পাইলটের বাবা হিসাবে পরিচয় দিই।’ বর্তমানে নিজের শহরে ছুটিতে থাকা তনুষ্কা শীঘ্রই ছুটি শেষ করে ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার স্কোয়াড্রনে যোগ দেবেন। তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি সশস্ত্র বাহিনীতে যোগদানের স্বপ্ন দেখতাম। কখনো কল্পনা করিনি বিমান বাহিনীতে যোগ দেব, ফাইটার পাইলট হব।’ প্রশিক্ষণের সময় বিমান ওড়ানোর রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘ সে সময় আমি কোনো ভয় অনুভব করিনি, কেবল আনন্দ অনুভব করেছি। সেই মুহূর্তটিই আমি বুঝতে পেরেছিলাম, এটিই সেই জীবন যা আমি সবসময় চেয়েছিলাম।’ তিনি তরুণদের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য উৎসাহিত করে বলেন, ‘সেনাবাহিনীতে যোগদানের জন্য অপরিসীম আত্মবিশ্বাস, সততা আর নেতৃত্বের গুণাবলীর প্রয়োজন। এই গুণাবলী সম্পন্ন যে কারও অবশ্যই সেনাবাহিনীতে যাওয়া উচিৎ।’


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!