- টে | ক | স | ই
- ডিসেম্বর ২৮, ২০২৪
তথ্যের নির্ভুল লক্ষ্যে ইউটিউব আনছে নয়া ফিচার

বর্তমান সময়ের ডিজিটাল জমানায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউবের জনপ্রিয়তা শীর্ষে । শুধুমাত্র বিনোদন নয়, নানা শিক্ষামূলক ভিডিওয়ের খোঁজে ইউটিউওবে ঢোকেন লক্ষ লক্ষ মানুষ । আর বিপত্তিটা এখানেই । সঠিক ভিডিওটি খুঁজে পেতে ‘স্ক্রোলিং’ করে যেতে হয় দীর্ঘ সময় । ব্যবহারকারীর সময়ের অপচয় বাঁচাতে গুগুলের এই প্ল্যাটফর্ম নতুন ফিচার আনতে চলেছে । ইউটিউব ব্যাবহারকারীদের অভিজ্ঞতা আরও মসৃণ করতে নিত্যনতুন পদক্ষেপ নেয় গুগল । এবার ইউটিউব অ্যাপের ক্ষেত্রে ‘প্লে সামথিং’ বাটন নিয়ে ভাবনাচিন্তা চলছে ।
একনজরে বাটনের ফিচারগুলো
- বিভিন্ন প্রযুক্তি সংস্থার মাধ্যমে জানা যাচ্ছে, এই বাটনটির ব্যাকগ্রাউন্ড থাকবে কালো তার উপরে সাদা অক্ষরে লেখা ।
- প্রধানত ইউটিউব আনড্রয়েড অ্যাপে নিচের দিকে ডানদিকের বটম বারের ঠিক উপরেই এটি থাকবে ।
- এটিতে আঙুল ছোঁয়ালে শর্টস প্লেয়ারে আপনার পছন্দের সঙ্গে কেবলমাত্র এমন ভিডিও উঠে আসবে । এই বাটন সাধারণ কনটেন্টও চালাতে পারবে । সেখানে লাইক, ডিসিলাই, কমেন্ট, শেয়ার ইত্যাদিও করা যাবে ।
- শোনা যাচ্ছে ক্লিকবেট কনটেন্টের ব্যাপক রমরমার বিরুদ্ধে লাগাম টানতে চলেছে ইউটিউব । ভিডিও ক্রিয়েটররেরা ভিডিওতে চমকপ্রদ থাম্বেল বা হেডিলাইন দেন, যার সাথে মূল ভিডিওর মিল থাকে না । ফলে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে গিয়ে হতাশ হন দর্শক, বিভ্রান্ত হন । নতুন ফিচারে সেগুলি বন্ধ হবে, বলে জানিয়েছে ইউটিউব সংস্থা ।
ইউটিউব ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে কয়েকটি নতুন ফিচার চালু করেছে ।মোবাইল অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় ভিডিও খোঁজার জন্য ব্যবহারকারীরা একটি সার্চ ফিল্টার ব্যবহার করতে পারবেন । যেকোন ভিডিওতে সোয়াইপ করলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে ডিফল্ট ভিউতে দেখবার পরিবর্তে পরবর্তী ভিডিওতে পাঠিয়ে দেয় । এটি YouTube Shorts-এ স্ক্রোলের মতো একই পদ্ধতিতে কাজ করে বলে মনে করা হচ্ছে ।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি তার এ আই-চালিত অটো-ডাবিং বৈশিষ্ট্যকেও প্রসারিত করেছে , যা স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব ভিডিওগুলিকে ইংরেজি থেকে অন্যান্য ভাষায় এবং অন্য ভাষা থেকে ইংরাজিতে প্রতিলিপি এবং অনুবাদ করতে পারে ।
যদিও এখনো ইউটিউবের নয়া ফিচারটি পরীক্ষার স্তরে আছে, যদিও ইউটিউবের তরফে ‘প্লে সামথিং’ বাটনটি সম্বন্ধে বিস্তারিত কিছু বলা হয়নি । যদিও গুগুলের এই ভিডিও প্ল্যাটফর্ম গত অক্টোবরের ঘোষণা করেছে – প্লে লিস্টের থাম্বনেল, স্লিপ টাইমার, মিনি প্লেয়ার সহ একাধিক নতুন ফিচার আনবার কথা । সেই তালিকায় নতুন যোগ হলো এই বাটন । এখন অপেক্ষা কবে এটির আপডেট আনে ইউটিউব ।
❤ Support Us