Advertisement
  • টে | ক | স | ই
  • ডিসেম্বর ২৮, ২০২৪

তথ্যের নির্ভুল লক্ষ্যে ইউটিউব আনছে নয়া ফিচার

আরম্ভ ওয়েব ডেস্ক
তথ্যের নির্ভুল লক্ষ্যে ইউটিউব আনছে নয়া ফিচার

বর্তমান সময়ের ডিজিটাল জমানায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউবের জনপ্রিয়তা শীর্ষে । শুধুমাত্র বিনোদন নয়, নানা শিক্ষামূলক ভিডিওয়ের খোঁজে ইউটিউওবে ঢোকেন লক্ষ লক্ষ মানুষ । আর বিপত্তিটা এখানেই । সঠিক ভিডিওটি খুঁজে পেতে ‘স্ক্রোলিং’ করে যেতে হয় দীর্ঘ সময় । ব্যবহারকারীর সময়ের অপচয় বাঁচাতে গুগুলের এই প্ল্যাটফর্ম নতুন ফিচার আনতে চলেছে । ইউটিউব ব্যাবহারকারীদের অভিজ্ঞতা আরও মসৃণ করতে নিত্যনতুন পদক্ষেপ নেয় গুগল । এবার ইউটিউব অ্যাপের ক্ষেত্রে ‘প্লে সামথিং’ বাটন নিয়ে ভাবনাচিন্তা চলছে ।

একনজরে বাটনের ফিচারগুলো

  • বিভিন্ন প্রযুক্তি সংস্থার মাধ্যমে জানা যাচ্ছে, এই বাটনটির ব্যাকগ্রাউন্ড থাকবে কালো তার উপরে সাদা অক্ষরে লেখা ।
  • প্রধানত ইউটিউব আনড্রয়েড অ্যাপে নিচের দিকে ডানদিকের বটম বারের ঠিক উপরেই এটি থাকবে ।
  • এটিতে আঙুল ছোঁয়ালে শর্টস প্লেয়ারে আপনার পছন্দের সঙ্গে কেবলমাত্র এমন ভিডিও উঠে আসবে । এই বাটন সাধারণ কনটেন্টও চালাতে পারবে । সেখানে লাইক, ডিসিলাই, কমেন্ট, শেয়ার ইত্যাদিও করা যাবে ।
  • শোনা যাচ্ছে ক্লিকবেট কনটেন্টের ব্যাপক রমরমার বিরুদ্ধে লাগাম টানতে চলেছে ইউটিউব । ভিডিও ক্রিয়েটররেরা ভিডিওতে চমকপ্রদ থাম্বেল বা হেডিলাইন দেন, যার সাথে মূল ভিডিওর মিল থাকে না । ফলে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে গিয়ে হতাশ হন দর্শক, বিভ্রান্ত হন । নতুন ফিচারে সেগুলি বন্ধ হবে, বলে জানিয়েছে ইউটিউব সংস্থা ।

ইউটিউব ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে কয়েকটি নতুন ফিচার চালু করেছে ।মোবাইল অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় ভিডিও খোঁজার জন্য ব্যবহারকারীরা একটি সার্চ ফিল্টার ব্যবহার করতে পারবেন । যেকোন ভিডিওতে সোয়াইপ করলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে ডিফল্ট ভিউতে দেখবার পরিবর্তে পরবর্তী ভিডিওতে পাঠিয়ে দেয় । এটি YouTube Shorts-এ স্ক্রোলের মতো একই পদ্ধতিতে কাজ করে বলে মনে করা হচ্ছে ।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি তার এ আই-চালিত অটো-ডাবিং বৈশিষ্ট্যকেও প্রসারিত করেছে , যা স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব ভিডিওগুলিকে ইংরেজি থেকে অন্যান্য ভাষায় এবং অন্য ভাষা থেকে ইংরাজিতে প্রতিলিপি এবং অনুবাদ করতে পারে ।

যদিও এখনো ইউটিউবের নয়া ফিচারটি পরীক্ষার স্তরে আছে, যদিও ইউটিউবের তরফে ‘প্লে সামথিং’ বাটনটি সম্বন্ধে বিস্তারিত কিছু বলা হয়নি । যদিও গুগুলের এই ভিডিও প্ল্যাটফর্ম গত অক্টোবরের ঘোষণা করেছে – প্লে লিস্টের থাম্বনেল, স্লিপ টাইমার, মিনি প্লেয়ার সহ একাধিক নতুন ফিচার আনবার কথা । সেই তালিকায় নতুন যোগ হলো এই বাটন । এখন অপেক্ষা কবে এটির আপডেট আনে ইউটিউব ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!