Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৮, ২০২২

জেলেনেস্কির আশঙ্কা, ইউক্রেনে আবার হানা দেবে রুশ মিসাইল

আরম্ভ ওয়েব ডেস্ক
জেলেনেস্কির আশঙ্কা, ইউক্রেনে আবার হানা দেবে রুশ মিসাইল

ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট জেলেনেস্কির আশঙ্কা, ইউক্রেনে নতুন করে রুশ মিসাইল আছড়ে পড়তে পারে। প্রতিরক্ষা বাহিনী আর নাগরিকদের সাম্ভাব্য পরিস্থিতর মোকাবিলায় প্রস্তুত থাকার আর্জি জানিয়েছেন তিনি। জেলেনেস্কির আশঙ্কার ভিত্তি কী, তা এখনও অব্যক্ত। পূর্বের তিক্ত অভিজ্ঞতাই সম্ভবত তাঁকে সতর্কতামূলক প্রতিরোধ গড়ে তোলার আর্জি জানাতে বাধ্য করছে। রুশ মিসাইল হানায় কিভ শহরে চূড়ান্ত বিপর্যয় দেখা যায়। বন্ধ হয়ে যায় জল ও বিদ্যুত সরবারহ।এই অভিজ্ঞতা আর মিত্র দেশগুলির আগাম সতর্কতার ওপর নির্ভর করে জেলেনেস্কি বলেছেন, রুশ সন্ত্রাসীরা আবার মিসাইল আক্রমণ চালাতে পারে।আমরা প্রতিরোধ করব। জনগণ আর সেনাকে তৈরি থাকতে হবে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!