Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • ফেব্রুয়ারি ৯, ২০২২

টেকনো ইন্ডিয়া গ্রুপের বহুমুখী বিস্তারের নেপথ্য স্থপতি, রবীন্দ্রনাথ রায়চৌধুরী প্রয়াত।

আরম্ভ ওয়েব ডেস্ক
টেকনো ইন্ডিয়া গ্রুপের বহুমুখী বিস্তারের নেপথ্য স্থপতি,  রবীন্দ্রনাথ রায়চৌধুরী প্রয়াত।

টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম রায়চৌধুরী ও সত্যম রায়চৌধুরীর বাবা রবীন্দ্রনাথ রায়চৌধুরী চলে গেলেন । বয়স হয়েছিল ৯০ । জন্ম ১৯৩২ সালের ১ জানুয়ারি । টেকনো ইন্ডিয়া শিক্ষা সংস্থার প্রসার আর বহুমুখী বিস্তারে তাঁর নেপথ্য অবদান ছিল অসামান্য। বিদ্যুৎসাহী, পরিশ্রমী আর চিত্তবান রবীন্দ্রনাথ দেশ ও মানুষ গড়ার কাজে সবসময় জড়িত থাকতেন । তাঁরই ভাবাবেগ ও আদর্শকে জড়িয়ে টেকনো ইন্ডিয়া ভারতের অন্যতম বড়ো ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানের চেহারা নিয়েছে। তিনি রেখে গেলেন স্ত্রী পারুল রায়চৌধুরী এবং তিন ছেলে গৌতম রায়চৌধুরী, উত্তম রায়চৌধুরী ও সত্যম রায়চৌধুরী, দুই মেয়ে গীতা বসু ও গায়ত্রী ঘোষ; তিন পুত্র বধূ মানসী রায়চৌধুরী, সুমিত্রা রায়চৌধুরী ও মৌ রায়চৌধুরীকে।রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক ও সাংস্কৃতিক অলিন্দের বিশিষ্টজনের। তাঁর আদর্শ আর কর্মময়তার সাক্ষী হয়ে থাকবে টেকনো ইন্ডিয়ার ধারাবাহিক উত্তরণ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!