Advertisement
  • ভা | ই | রা | ল
  • মে ৪, ২০২২

সলমন খানকে একের পর এক চুমুতে ভরালেন শেহনাজ গিল ! লাজে রাঙা হলেন ভাইজান । সলমন খান এত খারাপ! তারপরেও ভাইজানের পার্টিতে কেন গেলেন কঙ্গনা? ভাইরাল ভিডিও

বছর দুই পর 'মন্নত'-এবার মিলল চাঁদ-এর দেখা!

আরম্ভ ওয়েব ডেস্ক
সলমন খানকে একের পর এক চুমুতে ভরালেন শেহনাজ গিল ! লাজে রাঙা হলেন ভাইজান । সলমন খান এত খারাপ! তারপরেও ভাইজানের পার্টিতে কেন গেলেন কঙ্গনা? ভাইরাল ভিডিও

নামাজ, কোলাকুলি, নানা খাবার, আলোর রোশনাই! ইদের আনন্দে মাতোয়ারা বলিউড। ইদে পুরনো ছন্দে বলিউড বাদশা। বছর দুই পর আবার ‘মন্নত’-এ উঠল চাঁদ। শাহরুখ দেখা দিলেন ভক্তদের। পরনে টি-শার্ট, ডেনিম ও সানগ্লাসে। মন্নত-এর ছাদ থেকে উঁকি দিলেন শাহরুখ খান। তখন তাঁর বাড়ির নীচে অগুন্তি ভক্ত। করোনার জন্য গত দু’বছর এই ছবি দেখা যায়নি। কিন্তু এবার করোনা প্রায় শেষের পথে। বিধি নিষেধ অনেক হালকা। তাই ইদের দিনে ভক্তদের নিরাশ করেননি বাদশা । সকলের সঙ্গে তুলেছেন সেলফি।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন স্বয়ং শাহরুখ খান। শাহরুখ এই ছবি শেয়ার করেছেন। আর সেখানেই এক ভক্তের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। শাহরুখকে দেখতে পেয়েই, গলা ছেড়ে যুবক চিৎকার শুরু করলেন, ‘শাহরুখ খান’ বলে। সেই আওয়াজ পৌঁছেছে শাহরুখের কানেও। ভক্তের ভালোবাসার ডাকের জবাবে চুমু উড়িয়ে ভালোবাসা জানিয়েছেন কিং খান।
ইদ উপলক্ষ্যে এক পার্টিতে উপস্থিত ছিলেন সলমন-শেহনাজ। পাপারাজ্জির সামনেই বলিউডের সুলতানকে জড়িয়ে ধরে চুমু খেলেন। তাতেই লাজে রাঙা হয়ে যান ‘দাবাং’ খান।
খুশির ইদে বেশ খোশমেজাজে ছিলেন সলমন। বিকেলে ‘জলসা’র বারান্দা থেকে অনুরাগীদের অভিবাদন জানান। তবে এবারে ‘জলসা’য় ইদ পার্টির আয়োজন করেননি সলমন। পার্টির আয়োজন এবার করেছিলেন তাঁর বোন অর্পিতা খান এবং ভগ্নীপতি আয়ুষ শর্মা। সেখানেই বলিউডের তারকারা উপস্থিত হয়েছিলেন।

রিয়ালিটি শো ‘বিগ বস’ থেকেই সলমনের পছন্দের মানুষ শেহনাজ গিল। বলিউডের খবরে কান পাতলেই শোনা যাচ্ছে, সলমনের ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতেই অভিনয় করতে চলেছেন শেহনাজ। এই ছবির একমাত্র নায়িকা তিনিই হবেন কিনা, তা নিয়ে এখনও সঠিক কোনও খবর পাওয়া যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, সলমন নাকি স্পষ্ট জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের জন্য শেহনাজ যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারেন।

মঙ্গলবার অর্পিতা-আয়ুষের ইদ পার্টিতে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁকে বাড়ির বাইরে ছাড়তে আসেন সলমন। সলমনকে পাশে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান শেহনাজ। জড়িয়ে ধরে চুমু খেয়ে নেন। তাতেই লজ্জা পেয়ে যান সলমন।

সলমন বোন অর্পিতার বাড়িতে এ বছর ইদের পার্টিতে বসেছিল তারকার হাট। দীপিকা-রণবীর থেকে শুরু করে জ্যাকলিন, শেহনাজ, দিয়া মির্জা, করিশ্মা কাপুর-সহ প্রায় গোটা বলিউড হাজির ছিল এই পার্টিতে। আমন্ত্রণ জানানো হয়েছিল কঙ্গনা রানাওয়াতকেও। কিন্তু সলমনের পার্টিতে কি আসবেন কঙ্গনা?

কারণ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা বহুবার তিন খানকে উদ্দেশ্য করে নানা কথা বলেছেন। বিশেষ করে সলমন খানকে তাক করেছেন অনেক বার। এমনকি বলিউড মাফিয়া বলতেও ভয় পাননি তিনি। যদিও সে-সব মন্তব্যে কখনও কিছু বলেননি সলমন খান। কোনও মন্তব্য ভাইজানের তরফ থেকে আসেনি।

তবে ইদের দিন অবাক করলেন কঙ্গনা। এত কিছু বলার পরেও সলমনের রাখা পার্টিতে চলে এলেন তিনি। সিলভার ও সাদা মিলিয়ে পোশাক পরেছেন কঙ্গনা। একেবারে পার্টির সাজ। সঙ্গে বাউন্সার নিয়ে চলে এলেন পার্টিতে। এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনরা বলছেন, ‘এ আবার কেমন, এই তো এত খারাপ কথা বললেন, ভাইজানের নামে! আবার তাঁর পার্টিতেই চলে এলেন।’ কঙ্গনার এই ভিডিও দেখে বহু মানুষ আস্থা হারিয়েছেন নায়িকার থেকে। অনেকেই বলছেন, তার মানে কঙ্গনা না ভেবেই যা খুশি বলে দেন। না হলে সলমনের পার্টিতে এলেন কী করে তিনি! নেটিজেনদের প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!