- ভা | ই | রা | ল
- মার্চ ১৫, ২০২২
২০০ কেজি ওজনের মাছ ! নৌকায় তুলতেই চক্ষু চড়কগাছ ধীবরদের
এক সপ্তাহের মধ্যে এমন আকারের দুটি মাছ ধরা পড়ায় উচ্ছ্বসিত ওই অঞ্চলের মৎস্যজীবীরা।

ধরা পড়ল বিরাট ওজনের মাছ। চট্টগ্রামে বঙ্গোপসাগরের উপকূলে প্রায় ২০০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। সোমবার সকালে এই মাছটি নৌকা থেকে নামানো হলেই রীতিমতো শোরগোল পড়ে যায়।
এক সপ্তাহের মধ্যে এমন আকারের দুটি মাছ ধরা পড়ায় উচ্ছ্বসিত ওই অঞ্চলের মৎস্যজীবীরা। এর আগে এত পরপর দুটি এমন আকারের মাছ কখনও ধরা পড়েনি।
শাপলাপাতা মাছের ১৬টির মতো প্রজাতি আছে। বাংলাদেশে যে ৮ থেকে ১০ প্রজাতির শাপলাপাতা মাছ পাওয়া যায়, তার মধ্যে ২টি প্রজাতি রীতিমতো সংকটাপন্ন। পিতাম্বরী বা নাঙলা ও ঘণ্টি শাপলাপাতা মাছকে মহাসংকটাপন্ন বলে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে।
এছাড়া, পান্না, শিংচোয়াইন ও ঠোট্টা ঘাপরি শাপলাপাতা মাছকে সংকটাপন্ন হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে, সোমবার ধরা পড়া মাছটি কত টাকায় বিক্রি হয়েছে, তা অবশ্য জানা যায়নি।
❤ Support Us