Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৭, ২০২৫

রুশবাহিনীতে জোড় করে ভারতীয়দের অন্তর্ভূক্তির তথ্য পেশ বিদেশমন্ত্রকের। এপর্যন্ত নিখোঁজ ১৬, নিহত ১২

আরম্ভ ওয়েব ডেস্ক
রুশবাহিনীতে জোড় করে ভারতীয়দের অন্তর্ভূক্তির তথ্য পেশ বিদেশমন্ত্রকের। এপর্যন্ত নিখোঁজ ১৬, নিহত ১২

রুশ ইউক্রেন যুদ্ধে, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয়দের তথ্য প্রকাশ করল নয়াদিল্লি ।বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানান, এখনও পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ১২৬ জন ভারতীয় রুশ সেনার হয়ে যুদ্ধ করেছেন৷ প্রাণ হারিয়েছেন ১২ জন, এপর্যন্ত নিখোঁজ ১৬ ।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে, রাশিয়ার সামরিক বাহিনীতে নিয়োগ করা হয়েছে ভারতীয় নাগরিকদের। এক ভারতীয়র মৃত্যুর পরই দেশ জুড়ে শুরু হয়েছিল শোরগোল। অভিযোগ, নানাভাবে চাকরির টোপ দিয়ে অথবা অর্থের প্রলোভন দেখিয়ে ভারত থেকে যুবকদের রাশিয়া নিয়ে যাওয়া হয়। রাশিয়ার সেনাবাহিনীতে জোর করে ঢোকানো হয় তাঁদের। এবিষয়ে গত জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কো বৈঠকে আলোচনা হয়। সেই সময় রুশ প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাশিয়ান সেনাবাহিনী থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে ফেলা হবে । ফিরিয়ে দেওয়া হবে দেশে । এবিষয়ে দিল্লির সাউথ ব্লক তৎপরতা শুরু করে ।

শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আজ অবধি, ১২৬ জন ভারতীয় নাগরিকের রাশিয়ান সেনাবাহিনীতে চাকরির কথা সামনে এসেছে। ১২৬ জনের মধ্যে ৯৬ জন দেশে ফিরে এসেছেন । তবে রাশিয়ার সেনাবাহিনীতে ১৮ জন ভারতীয় নাগরিক এখনো রয়ে গেছে এবং তাদের মধ্যে ১৬ জনের হদিশ পাওয়া যাচ্ছে না’।

সাম্প্রতিককালে, কেরলের বিনিল বাবুর মৃত্যুর ঘটনা সামনে আসে। ২০২৪ সালে আরেক ভারতীয় জেইন কুরিয়েনের সঙ্গে রাশিয়ায় গিয়েছিলেন তিনি। চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক এজেন্ট তাঁকে সেখানে নিয়ে যায়।রাশিয়া পৌঁছোতেই কেড়ে নেওয়া হয় তাঁর পাসপোর্ট। যুদ্ধে ড্রোন হামলায় মৃত্যু হয় বিনিলের।  এ প্রসঙ্গে এদিন জয়সওয়াল বলেছেন, ‘ বিনিল বাবুর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। যত দ্রুত বিনিলের দেহ এদেশে আনা যায়, তা নিশ্চিত করতে রুশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা।’ যুদ্ধে আহত আরেক ভারতীয় জাইন টিকে কে দ্রুত দেশে ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!