- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৩০, ২০২৩
বর্ষবরণের রাতে পার্কস্ট্রিটের নিরাপত্তায় আড়াই হাজার পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জারি কঠোর নিরাপত্তা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে গোটা বিশ্ব। বর্ষবরণের এই আয়োজনে কলকাতায় থেমে নেই। বড়দিনের দু’দিন আগেই কলকাতা উৎসবের মেজাজে ডুব দিয়েছে। পার্ক স্ট্রিট জুড়ে এখন আলোর রোশনাই। পাটুলি থেকে লেকটাউন, শপিং মল থেকে দর্শনীয় স্থান গত এক সপ্তাহ ধরে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে রয়েছে।
বর্ষবরণ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কলকাতা পুলিশের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। লালবাজার সূত্রে খবর, বর্ষবরণের রাতেই প্রায় আড়াই হাজার পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হবে পার্ক স্ট্রিট। রবিবার বিকেল থেকেই পুরো পার্ক স্ট্রিট ছ’টি সেক্টরে ভাগ হয়ে যাবে। পুরো পার্ক স্ট্রিটের নিরাপত্তার দায়িত্বে থাকবে দশজন ডেপুটি কমিশনার পদ মর্যাদার পুলিশ আধিকারিক। তাদের সহযোগিতা করতে থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর এবং অন্যান্য পুলিশ কর্মীরা।
প্রতি বছরেই বর্ধবরণের দিন রাত বারোটার বাইক আরোহীদের বেপরোয়া ভাব বেড়ে যায়। বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শুধু পার্ক স্ট্রিট নয়, সংলগ্ন মল্লিক বাজার, এজেসি বোস রোড, নিউ মার্কেট, বউ বাজার এবং এক্সাইড মোড়ের মত জায়গাতেও নজরদারি বাড়ানো হচ্ছে।
বাইকের উপর নিয়ন্ত্রণ আনতে এবার ইএম বাইপাসে নজরদারি আগে থেকেই বাড়িয়েছে লালবাজার। ভিড়ে ইভটিজিং-সহ নানান অপরাধ রুখতে ভিড়ের মধ্যে নজরদারি চালাবে পুলিশ। পার্ক স্ট্রিটের উপর প্রয়োজন অনুযায়ী গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হবে। হাঁটার জন্য আলাদা রাস্তা করা হবে। সেক্ষেত্রে যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন, তাদের ময়দান সংলগ্ন এলাকায় গাড়ি রেখে হেঁটে পার্ক স্ট্রিট ও সংলগ্ন রাস্তার বিভিন্ন পানশালা, পাব ইত্যাদি জায়গায় যেতে হবে। প্রতিটি রাস্তায় নাকা চেকিং চলবে। রবিবার ও সোমবার সকালে চিড়িয়াখানা, ময়দান, ভিক্টোরিয়া, গঙ্গার ঘাটগুলোতে পুলিশি নজরদারি জারি থাকবে। ওয়াচ টাওয়ার ছাড়াও পার্ক স্ট্রিট এলাকার বহুতল থেকেও দূরবিন দিয়ে চলবে কড়া পুলিশি নজরদারি। কোনও ভাবেই যাতে উৎসবের মুহূর্ত সমস্যাসংকুল হয়ে না যায় সেই দিকে কড়া নজরদারি চালাবে লালবাজার।
❤ Support Us