Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ৬, ২০২৩

ভারতকে বাড়তি গুরুত্ব আসিয়ানে, চিনকে চাপে রাখতেই এই উদ্যোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতকে বাড়তি গুরুত্ব আসিয়ানে, চিনকে চাপে রাখতেই এই উদ্যোগ

চিনের সদ্যপ্রকাশিত স্ট্যান্ডার্ড মানচিত্র নিয়ে ভারতের পাশাপাশি, পূর্ব এশিয়ার অনেক দেশ একত্রিত হয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। চীনের বিরুদ্ধে অভিযোগ, নিজেদের মানচিত্রে অন্য দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে ভৌগোলিক সম্প্রসারণবাদের বার্তা দিয়েছে বেজিং। জাকার্তায় আগামী পরশু আসন্ন ভারত-আসিয়ান আলোচনায় এই বিষয়টি উঠে আসবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে সরকারি ভাবে এই নিয়ে কোনও বিবৃতি দিতে চায়নি সাউথ ব্লক। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) সৌরভ কুমারের তাৎপর্যপূর্ণ ভাবে বলেন, ‘‘আলোচনায় কী উঠবে তা আগে থেকে অনুমান করা কঠিন। তবে যে সব আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে পারস্পরিক উদ্বেগ রয়েছে, সেগুলি আলোচনায় উঠে আসবে। কোন কোন বিষয়ে ঐকমত্য হবে, তা আগে থেকে বলা কঠিন।’’

এদিকে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের গোষ্ঠীভুক্ত আসিয়ান এবং ভারতের মত বিনিময়ের পাশাপাশি, জাকার্তায় হবে পূর্ব এশিয়ান সম্মেলন। সেখানে আমন্ত্রিত দেশ হিসাবে থাকবেন চিন, আমেরিকা, জাপানের প্রতিনিধিরাও। তবে সময়ের স্বল্পতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হবে না। আসিয়ান এবং পূর্ব এশিয়া সম্মেলন একই দিনে অর্থাৎ বৃহস্পতিবার ১৫ মিনিটের ব্যবধানে হবে বলে জানিয়েছে সাউথ ব্লক। শনিবার থেকে শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন। তাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার তাড়া রয়েছে। তাই তাঁর অনুরোধেই সন্ধ্যায় নির্ধারিত বৈঠকটিকে দুপুরে এগিয়ে আনা হয়েছে।

বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব), সৌরভ কুমারের বক্তব্য, ‘‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নীতি নির্ধারণ এবং নয়াদিল্লির ‘অ্যাক্ট ইস্ট’ নীতির কেন্দ্রে রয়েছে আসিয়ানের সঙ্গে ভারতের সুসম্পর্ক। ভারত এবং আসিয়ান  উভয় পক্ষই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে একই মনোভাব পোষণ করে। তাদের দর্শনও একই। ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগের প্রসঙ্গেও তাদের মনোভাব এক।’’ সূত্রের মতে, চিনকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূকৌশলগত নীতিতে কিছুটা চাপে রাখতে আসিয়ান ভারতের অন্যতম অস্ত্র। বর্তমানে ভারত-চিন সম্পর্ক যে ভাবে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, আসিয়ানকে সঙ্গে রাখা নয়াদিল্লির বাধ্যবাধকতার মধ্যে পড়ে।

এদিকে কূটনৈতিক শিবিরের মতে, সব মিলিয়ে জি২০-র আগে আন্তর্জাতিক নজরে রয়েছে আসন্ন আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন। ২০২২ সালে ভারত এবং আসিয়ান গোষ্ঠীর মধ্যে কৌশলগত অংশীদারি তৈরি হয়। তার পর আসিয়ান-ভারত গোষ্ঠীর প্রথম শীর্ষ সম্মেলন হচ্ছে। বিদেশ মন্ত্রকের বক্তব্য, এই শীর্ষ সম্মেলনে ভারত-আসিয়ান সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা করা হবে। এই শীর্ষ সম্মেলন অংশীদারির আসিয়ান-ভারত সম্পর্কের ভবিষ্যৎ দিক্‌নির্দেশ করবে। ভারত-সহ আসিয়ান দেশগুলির নেতারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভাবে তাৎপর্যপূর্ণ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন বলে জানা গেছে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!