- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১১, ২০২৩
তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ২৪০০০। গৃহহীন হতে পারেন ৫৩ লক্ষ সিরিয়াবাসী, আশঙ্কা জাতিপুঞ্জর

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় উদ্ধারকার্য অব্যাহত। ধ্বংসস্তূপের নীচ থেকে পাওয়া যাচ্ছে একের পর এক মৃত দেহ। ২৪০০০ ছাড়িয়েছে নিহতের সংখ্যা। নিরাপদে বার করে আনা হয়েছে অসংখ্য অসহায় শিশুকে। আশঙ্কা করা হচ্ছে, বিপর্যয়ের জেরে গৃহহীন হয়ে পড়তে পারেন ৫৩ লক্ষ সিরিয়াবাসী।
সোমবারের ৭.৩ ও পরে ৫.৫ মাত্রার পর পর একাধিক ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক -সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। একের পর এক বহুতল ভেঙ্গে পড়েছে, চাপা পড়েছেন বহু মানুষ। সরকারী পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মারা গেছেন ২৪০০০-এর বেশি মানুষ। আহত বহু। আশ্রয়ের খোঁজে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছেন শত শত ছিন্নমূল মানুষ।
জাতিপুঞ্জের সিরিয়ার উদ্বাস্তু হাইকমিশনার শিভাঙ্কা ধনপাল জানাচ্ছেন, ভয়াবহ এ বিপর্যয়ের কারণে গৃহহীন হয়ে থাকতে পারেন ৫৩ লক্ষ সিরিয়াবাসী। তাঁর কথায়, আক্রান্ত মানুষকে যাবতীয় সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে। দেশের রাস্তাঘাটে ফাটল দেখা দেওয়ায় সব জায়গায় পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দল। এমতাবস্থায় সারা দেশ জুড়ে কমিউনিটি সেণ্টার গড়ে তুলছেন তারা । স্যাটেলাইট মাধ্যমে এই কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয়সাধনের চেষ্টা করা হচ্ছে। সমস্ত জায়গায় স্বেচ্ছাসেবী বাহিনীকে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে। তাঁর কথায়, দুর্গত মানুষদের ত্রাণ ও নিরাপদ আশ্রয় সুনিশ্চিত করতে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে জাতিপুঞ্জের উদ্বাস্তু পুনর্বাসন সংস্থা। হাড় কাঁপানো শীতের মধ্যেই প্লাস্টিক শিট, শীতবস্ত্র, কম্বল,তাঁবু, বিছানার চাদর ইত্যাদি যাবতীয় ত্রাণসামগ্রী নিয়ে সাহায্য করা হচ্ছে বাস্তুহারা মানুষদের। তাদের পুনর্বাসনের ব্যাপারে ভাবনা-চিন্তা চলছে, দাবি হাই কমিশনারের।
তুরস্কের পরিস্থিতিও করুণ। কিছুদিন আগেই রাষ্ট্রপতি তইয়েপ এরদোগান স্বীকার করেছিলেন বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের অসহায়তার কথা। নিজেদের বৃহত্তর উদ্ধারকারী দল থাকা সত্ত্বেও দেশের অভূতপূর্ব বিধ্বস্ত অবস্থায় তা কাজ করতে পারেনি। বিপর্যস্ত বিমানবন্দর। ফলে দ্রুত ত্রাণ সামগ্রী আক্রান্ত এলাকায় পাঠাতে অক্ষম প্রশাসন। ফলে অসন্তোষ দানা বাঁধছে দুর্গতদের মধ্যে। মে মাসে নির্বাচন। এরদোগান পুননির্বাচিত হওয়ার আশা দেখছেন। তার আগেই ঘটল ভয়াবহ ভূমিকম্প। ভূবিপর্যয়ে মোকাবিলায় এরদোগান সরকারের প্রশাসনিক নীতি নিয়ে সমালোচনায় সরব বিরোধীরা । আসন্ন নির্বাচনে এরদোগানের সাফল্যলাভ আদৌ সম্ভব কিনা সে ব্যাপারে সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরা।
❤ Support Us