- এই মুহূর্তে
- মার্চ ৭, ২০২২
মেডিক্যাল পড়ুয়াদের জন্য মোদি সরকারের বড় ঘোষণা! বেসরকারি কলেজে কমে গেল খরচ
অর্থের অভাবে যে পড়ুয়ারা প্রাইভেট মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেতেন না। এবার তাঁদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এখন থেকে বেসরকারি মেডিক্যাল কলেজের অর্ধেক আসনে চার্জ নিতে হবে সরকারি কলেজের মতোই। এদিন এক টুইট বার্তায় এই খবর জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সরকারের তরফে আশা করা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পড়ুয়ারা বিশেষ ভাবে উপকৃত হবে। কিছুদিন আগেই এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়েছে টুইটে।
সোমবার জন ঔষধি দিবসে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কিছুদিন আগে সরকার আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যার সুবিধা পাবে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পড়ুয়ারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি বেসরকারি মেডিক্যাল কলেজের অর্ধেক আসনে সরকারি মেডিক্যাল কলেজের ফি নেবে।ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির কথা মাথায় রেখে সরকার ক্রমাগত স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করে চলেছে। স্বাধীনতার এত দশক পরেও দেশে একটি মাত্র এআইআইএমএস ছিল। কিন্তু আজ দেশে 22টি রয়েছে। দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে মেডিক্যাল কলেজ খোলার লক্ষ্য রয়েছে সরকারের।’
উল্লেখ্য, গত কয়েকমাস ধরে ফি নিয়ে দেশজুড়ে আলোড়ন চলছিল। মেডিক্যাল কলেজের চিকিৎসার ফি নিয়ে দাবি জানাচ্ছিলেন পড়ুয়া ও তাঁদের বাবা-মায়েরা। এমন অবস্থায় অনেকেই মনে করছিলেন বেসরকারি কলেজগুলির চার্জে লাগাম টানা হতে পারে। এদিন সেই ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
❤ Support Us