- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৬, ২০২৩
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ৭, আহত ৪০

শুক্রবার ভোররাতে মুম্বইয়ের একটি বহুতলে আগুন লেগে মৃত্যু হল অন্তত ৭ জনের। গুরুতর আহত আরও ৪০ জন। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। আপাতত একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মুম্বই পুলিশ সূত্রে খবর। কীভাবে আগুন লাগল বহুতলে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Pained to know about loss of lives in the fire incident at #Goregaon, Mumbai.
We are in touch with BMC & Mumbai Police officials & all the assistance is being provided.
My deepest condolences to the families who lost their loved ones and wishing speedy recovery to the injured…— Devendra Fadnavis (@Dev_Fadnavis) October 6, 2023
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পরে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “অগ্নিকাণ্ডে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারে প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। মুম্বই পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”
শুক্রবার ভোররাত তিনটে নাগাদ গোরেগাঁওয়ের ৬ তলা বাড়িটিতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর যায় দমকল বাহিনীর কাছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় প্রায় চার ঘণ্টা সময় লেগে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। দমকলের আটটি ইঞ্জিন ব্যবহার করে আগুন নেভানো হয়। তারপরে বাড়ির ভিতরে আটকে পড়া সকলকে উদ্ধার করে আনেন দমকলকর্মীরা।
জানা গেছে , গোরেগাঁওয়ের বহুতল থেকে মৃত অবস্থায় ৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। পরে মৃত্যু হয় এক আহত ব্যক্তির। মৃতদের মধ্যে দু’টি শিশু রয়েছে। এছাড়াও আগুনে পুড়ে মৃত্যু হয়েছে আরও তিন মহিলার। আহতদের মধ্যেও রয়েছে একজন শিশুও রয়েছে।
❤ Support Us