- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- অক্টোবর ১৮, ২০২৩
চতুর্থীর সন্ধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজোয় হাজির প্রসেনজিৎ,অনির্বাণ,জয়া
চতুর্থীর সন্ধ্যায় সুরুচি সংঘের দুর্গা পুজো প্রাঙ্গণে চাঁদের হাট বসেছিল। “দশম অবতার” সিনেমাটি পঞ্চমীর দিন রিলিজ করছে। তার ঠিক আগের দিন অর্থাৎ চতুর্থীর সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের এই পুজো প্রাঙ্গণ আলোকিত করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান। অরূপ বিশ্বাসের পুজো না দেখলে তাঁর পুজোয় মাটি, বললেন প্রসেনজিৎ। প্রতি বছর সুরুচির পুজো তাঁর দেখতেই হবে, তাছাড়া প্রতি বছর নতুন নতুন আঙ্গিকে সুরুচি সংঘ যে ভাবে পুজো প্রাঙ্গণ সাজিয়ে তলে তা অবশ্যই দেখতে হয়, বলে জানালেন প্রসেনজিৎ। অনির্বাণ বললেন, কলকাতা দুর্গা পুজোকে কেন্দ্র করে আর্টিস্টদের আর্ট গ্যালারিতে পরিণত হয়। এই বিপুল পরিমাণ শিপের একত্রীকরণ দেখা অবশ্যকর্তব্য।
জয়া কলকাতার পুজোর সঙ্গে বাংলাদেশের পুজোর তুলনা টেনে বললেন, এখানে যেমন পুজো হয়, বাংলাদেশেও তেমনই দুর্গা পুজো হয়। সংখ্যাটা ওখানে কম নয়। তবে তিনি যেহেতু কলকাতায় থাকেন তাই তিনি পুজোয় চুটিয়ে ঠাকুর দেখবেন। পঞ্চমীর দিন “দশম অবতার” রিলিজ হলে নিজের অভিনীত সিনেমা দেখবেন। পাশাপাশি জয়ার দর্শকদের প্রতি আহ্বান, “দশম অবতার” সিনেমাটি দেখুন।
এদিন সুরুচি সংঘের মণ্ডপে ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রসেনজিৎ, অনির্বাণ। ঢাকের তালে নাচলেন জয়া আহসান।
❤ Support Us