Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১৬, ২০২৫

মধ্যরাতে আততায়ীর হাতে জখম সইফ । মুম্বইয়ের হাসপাতালে চলছে অস্ত্রোপচার

আরম্ভ ওয়েব ডেস্ক
মধ্যরাতে আততায়ীর হাতে জখম সইফ । মুম্বইয়ের হাসপাতালে চলছে অস্ত্রোপচার

নিজের বাড়িতেই আততায়ীর হাতে ছুরিকাহত হলেন সইফ আলি । গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে । ইতিমধ্যেই অস্ত্রোপচার করা হয়েছে তাঁর শরীরে । দেহের বিভিন্ন জায়গায় রয়েছে ৬টি ক্ষত । শিরদাঁড়ার কাছেও আঘাত রয়েছে তাঁর । সেগুলির চিকিৎসা চলছে ।

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী । ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ । ওই দুষ্কৃতী সইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ । সেই সময় তাঁর শরীরে ছুরির একাংশ ভেঙে ঢুকে যায় । জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।

মুম্বইয়ের বান্দ্রায় বান্দ্রার সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের ১২ তলায় সপরিবারে থাকেন সইফ আলি খান । বুধবার রাত দুটো নাগাদ সইফের বাড়িতে ঢোকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি । দুষ্কৃতী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এব‌ং তাঁর পরিবারের অন্য সদস্যেরা । আওয়াজ পেয়ে বাড়ির সকলে উঠে পড়লে আবাসন থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতী । জানা গিয়েছে, শুধু সইফ নয়, তাঁর বাড়ির আরও এক সদস্যও আক্রান্ত হয়েছেন ।

বৃহস্পতিবার সকালে এই ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে । পুলিস সূত্রে খবর, ডাকাতির উদ্দেশ্য নিয়ে অভিনেতার বাড়িতে হানা দিয়েছিল দুষ্কৃতিরা । সেখানে বাধা পেয়েই অভিনেতার ওপর ছুরি নিয়ে চারও হয় তাঁরা, জখম হন সইফ । এবিষয়ে মুম্বইয় পুলিশের ডেপুটি কমিশনার সংবাদ মাধ্যমে বলেছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন । তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয় । আহত অভিনেতার চিকিৎসা চলছে । তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো স্পষ্ট নয় । সইফ যে বিল্ডিংয়ে থাকেন এবং আশেপাশের বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে পরিচারকদেরও । প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, হামলাকারীকে ঘরে ঢুকতে কোনো পরিচিতও মদত জুগিয়েছিল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!