শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ভয় ধরাচ্ছে অ্যাডিনোভাইরাস। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত কলকাতায় জ্বর-সর্দি-কাশি নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে । আতঙ্কে অভিভাবকরা। রোগের লক্ষণ দেখলেই চিকিৎসকরা সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন। পরিস্থিতি ভয়াবহ। সে কারণে, শিক্ষাঙ্গনে আবার মাস্ক , স্যানিটাইজার ব্যবহার ও শারীরিক দূরত্ব বিধি মেনে চলার ওপর জোর দিচ্ছে প্রশাসন। সোমবার থেকে চালু হল বিধি নিষেধ।
অ্যাডিনো ভাইরাসের শিকার অধিকাংশই শিশুরা। চিকিৎসকরা জানাচ্ছেন, পাঁচ বছরের কম বয়সীদের আরো সাবধানে রাখা দরকার। নিজের বাড়ির কেউ অসুস্থ হলে বাড়িতে থাকতে হবে। ভাইরোজিষ্ট সিদ্ধার্থ জোয়ার দার জানাচ্ছেন, শিশুদের ক্ষেত্রে দু’তিনদিনের বেশি জ্বর বা শ্বাসকষ্ট, ভয়ানক কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। লক্ষণগুলি মাত্রা ছাড়ালে হাসপাতালে যেতে হবে। আর যারা সর্দি-কাশিতে আক্রান্ত, তাদের বাড়িতে থাকতে হবে।
বস্তুত, এখন পরীক্ষার সময় চলছে। বহু বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা। কিন্তু অ্যাডিনো ভাইরাসের বাড়-বাড়ন্তে বাড়িতে থাকার নির্দেশ দিচ্ছে অধিকাংশ স্কুল। কর্তৃপক্ষের বক্তব্য, জ্বর-সর্দি-কাশি হলে বিদ্যালয়ে আসতে হবে না। প্রয়োজনে পরে পরীক্ষার ব্যবস্থা করা হবে বা অন্য পরীক্ষার নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের ফলাফল প্রকাশ করা হবে। শহরের নামজাদা স্কুলের এক অধ্যক্ষ জানাচ্ছেন করোনা কালের মতোই থার্মাল গান দিয়ে পড়ুয়াদের শরীরের তাপমাত্রা মেপে বিদ্যালয় প্রবেশের ব্যবস্থা করছে তাঁরা। সরকারি হোক বা বেসরকারি বিদ্যালয়- চিত্রটা এখন মোটামুটি এক। অ্যাডিনোর আতঙ্ক আবার ফিরিয়ে আনছে কোভিডের দুঃসহ অভিজ্ঞতার স্মৃতি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34