Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১৮, ২০২২

আবার রক্তাক্ত গৃহযুদ্ধের অশনিচিহ্ন! বিস্ফোরনে ধংসস্তূপ কাবুলের মসজিদ। নিহত অন্তত ৩৫, আহত অসংখ্য।

বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত, আহত অসংখ্য বলে আশঙ্কা করা হচ্ছে।

বাহার উদ্দিন
আবার রক্তাক্ত গৃহযুদ্ধের অশনিচিহ্ন! বিস্ফোরনে ধংসস্তূপ কাবুলের মসজিদ। নিহত অন্তত ৩৫, আহত অসংখ্য।

চিত্র সংগৃহীত

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের একটি মসজিদ। পালাতে শুরু করলেন প্রার্থনারত মানুষ। আর্তনাদ ছড়িয়ে পড়ল মসজিদের ভেতরে ও বাইরে। বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত, আহত অসংখ্য বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েকদিন আগে কাবুলের একটি গুরুদোয়ারেও বোমা হামলা হয়। একই ধরনের আরেকটি ঘটনা পাকিস্তানেও সঙ্কটিত হয়েছে। মসজিদে বোমা হামলা, পাকিস্তান ও আফগানিস্তানে নতুন নয়। তালেবান নতুন করে ক্ষমতায় আসার প্রায় সঙ্গে সঙ্গে একাধিক মসজিদকে রক্তাক্ত হতে দেখা গেছে। অনুমান, এসব হমলার কারিগর দলছুট আই এসের জঙ্গিরা। যাঁরা আফগান দখলের লড়াইয়ে অংশ নিয়েছিল।

তালেবানি নয়া সরকারে মনোভাব ও আপোসপন্থা দেখে ক্ষুব্ধ তারা। বহু গোষ্ঠিতে বিভক্ত শাসক তালেবানের লক্ষ্য স্থির নয়। ইসলামি খেলাফত গড়তে তাদের ব্যর্থতা শুরু থেকেই প্রকট হয়ে উঠেছে। দ্বিতীয়ত, আলকায়দার সন্দেহ, আল জাওয়াহিরির ঠিকানার যাবতীয় তথ্য শাসক গোষ্ঠীর একাংশই মার্কিন গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছে। এসব কারণে, আফগান মুলুকে অবস্থানরত আলকায়দা বাহিনী তালেবানকে আয়ত্ত রাখতে অঘোষিত প্রতিশোধের রাস্তা বেছে নিয়েছে।

আফগান ভূখন্ডে আরও একবার রক্তক্ষয়ী, আত্মঘাতী গৃহযুদ্ধ শুরু হতে পারে। আফগানদের স্বশাসন আর স্বাধীনতার স্বপ্ন অদূর ভবিষ্যতে ভাঙ্গা কাঁচের মতো খান খান হয়ে গেলেও অবাক হবার কারণ নেই। মানুষ অবরুদ্ধ। ক্ষুব্দ। স্বাধীনতা অর্ধমৃত। নারীর মুখে আরোপিত ঘোমটা। লেখাপড়ার অধিকার মারাত্বকভাবে আহত। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণ চাঞ্চল্য নেই। মুদ্রাস্ফীতি ভয়ংকর। প্রয়োজনীয় বাজারে অগ্নিমূল্য। ধেয়ে আসছে আকালের দৈত্যরা। কতদিন বিদেশি অনুদান নিয়ে, দাতা দেশ গুলির সাহায্য নিয়ে দেশচালাবে মধ্যযুগিয় ধ্যানধারনায় পুষ্ট শাসকরা। দৈনন্দিন যাপনে চিন্তার পুষ্ঠি যেখানে গরহাজির, সেখানে বিশ্বাস ও আত্মবিশ্বাসে জঙ্গি ঘুনপোকার সমবেত, বিচ্ছিন্ন হামলা ঠকাবে কে?


❤ Support Us
error: Content is protected !!