- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৪, ২০২৪
৫ বছর পর বেতাজ সাকিব, পরাস্ত নবির কাছে
৫ বছরের টানা রাজত্ব শেষ সাকিব আল হাসানের। মুকুট হারালেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তাঁকে সরিয়ে সেরার আসনে বসলেন মহম্মদ নবি। আইসিসি–র একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে পৌঁছেছেন আফগানিস্তানের এই বর্ষীয়ান অলরাউন্ডার। সবথেকে বেশি বয়সে শীর্ষস্থান দখল করার রেকর্ড গড়েছেন নবি।
২০১৯ সালের ৭ মে আফগানিস্তানের রশিদ খানকে সরিয়ে একদিনের ক্রিকেটে সেরা অলরাউন্ডারের আসনে বসেছিলেন সাকিব। ১৭৩৯ দিন রাজত্ব করার পর অবশেষে মুকুট হারালেন। একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে টানা ৫ বছর শীর্ষে থাকতে পারেননি কোনও ক্রিকেটার।
৩১৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন নবি। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। তৃতীয় স্থানে রয়েছেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা। তাঁর রেটিং পয়েন্ট ২৮৮। ৩৯ বছর ১ মাস বয়সে শীর্ষস্থান দখল করেছেন নবি। আগের রেকর্ড ছিল তিলকরত্নে দিলশানের। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার ২০১৫ সালের জুনে ৩৮ বছর ৮ মাস বয়সে শীর্ষে পৌঁছেছিলেন।
একদিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন কেশব মহারাজ। দ্বিতীয় স্থানে রয়েছেন জশ হ্যাজেলউড। তিন নম্বরে অ্যাডাম জাম্পা। টেস্টে ব্যাটারদের তালিকার এক নম্বরে কেন উইলিয়ামসন। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৩। ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরা। তাঁর রেটিং পয়েন্ট ৮৮১। দ্বিতীয় স্থানে কাগিসো রাবাদা। টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রবীন্দ্র জাদেজা।
❤ Support Us