শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
মধ্যপ্রদেশে বিধানসভা বিধানসভা নির্বাচনের আর চার মাসের মতো সময় বাকি। এই পরিস্থিতিতে শনিবার মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। শনিবার সকালে মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই পটেল শপথবাক্য পথ করলেন তিন বিজেপি বিধায়ক রাজেন্দ্র শুক্ল, গৌরীশঙ্কর বিষেন এবং রাহুল লোধীকে। রাজেন্দ্র ও গৌরীশঙ্কর পূর্ণমন্ত্রী এবং রাহুল পূর্ণমন্ত্রী পদে শপথ নিলেন এদিন।
মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের আগে আঞ্চলিক রাজনীতি এবং জাতপাতের সমীকরণ মেনেই যে বিজেপি নেতৃত্বের এই পদক্ষেপ করছে তাতে কোনও সন্দেহ নেই। প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র বিন্ধ্য অঞ্চলের প্রভাবশালী ব্রাহ্মণ নেতা, তিনি রেওয়ার থেকে চারবার বিধায়ক হয়ে জিতেছেন। অনগ্রসর নেতা গৌরীশঙ্কর মহাকোশল অঞ্চলের বালাঘাটের সাত বারের বিধায়ক। তিনি মধ্যপ্রদেশ অনগ্রসর শ্রেণি কমিশনের চেয়ারম্যান পদেও এক সময় ছিলেন। অন্য দিকে, রাহুল লোধী উত্তরপ্রদেশ লাগোয়া বুন্দেলখণ্ড অঞ্চলের টিকামগড় জেলার নেতা। খড়্গাপুর থেকে ২০১৮-য় প্রথম তিনি জয়ী হয়েছিলেন। ওই অঞ্চলে লোধী জনগোষ্ঠীর উপর সমাজবাদী পার্টির প্রভাব রয়েছে।
২০২৩-এর নভেম্বর-ডিসেম্বরে রাজস্থান, ছত্তীসগঢ়, তেলঙ্গানা, মিজোরামের সঙ্গে মধ্যপ্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রদেশে বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই হতে চলেছে প্রধান বিরোধী দল কংগ্রেসের। ইতিমধ্যেই বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশে এ বার বিজেপিকে এবার অনেকটাই চাপে রেখেই ভোটার দিকে এগোচ্ছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সরকারের বিরুদ্ধে তোপ দেগে গত কয়েক মাসে একের পর এক বিজেপি নেতা গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেস যোগ দিয়েছেন। গত মে মাসে তিন বারের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কৈলাস জোশীর পুত্র দীপক জোশি, প্রাক্তন বিজেপি বিধায়ক রাধেলাল বঘেল, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দুই প্রভাবশালী অনুগামী, বৈজনাথ সিংহ এবং রাকেশকুমার গুপ্ত বিজেপি ছেড়ে কংগ্রেস ফিরেছেন। কংগ্রেসে যোগ দিয়েছেন একদা বিজেপি নেতা, চম্বলের আত্মসমর্পণকারী ‘বাগী’ মালখান সিংহও।
প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে কংগ্রেস জিতে ক্ষমতা দখল করলেও দেড় বছরেই জ্যোতিরাদিত্যে সিন্ধিয়ার সাহায্যে দু’ডজন কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে কামাল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। চলতি বছরের শেষেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34