- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৮, ২০২৩
অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন, দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় রাফায়েল নাদালের

অস্ট্রেলিয়া ওপেনের শুরুতেই ইন্দ্রপতন। দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন নাদাল। ম্যয়াচের পল ৬–৪, ৬–৪, ৭–৫। ম্যাচে একবারও নিজের সেরা ছন্দে পৌঁছতে পারেননি এই স্প্যানিশ টেনিস তারকা।
অনেক স্বপ্ন নিয়ে এবছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে এসেছিলেন রাফায়েল নাদাল। লক্ষ্য ছিল গতবারের খেতাব ধরে রাখা। কিন্তু প্রতিযোগিতার শুরুতেই যে তাঁকে এভাবে বিদায় নিতে হবে, কল্পনাও করতে পারেননি। প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেয়েছিলেন রাফায়েল নাদাল। সোমবার মেলবোর্ন পার্কে ব্রিটেনের জ্যাক ড্র্যাপারকে হারিয়ে দারুণভাবে প্রতিযোগিতা শুরু করেছিলেন এই স্প্যানিশ টেনিস তারকা। প্রথম রাউন্ডে তিনি জেতেন ৭–৫, ২–৬, ৬–৪, এবং ৬–১ ব্যবধানে।
প্রথম রাউন্ডে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় রাউন্ডে শেষ রক্ষা করতে পারলেন না রাফায়েল নাদাল। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের সামনে তিনি দাঁড়াতেই পারেননি। ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে শুরুটা একেবারেই ভাল হয়নি রাফায়েল নাদালের। প্রথম সেটে নাদালের সার্ভিস দু–দুবার ভেঙে এগিয়ে যান ম্যাকডোনাল্ড। ১–৪ ব্যবধানে পিছিয়ে পড়ার পর নাদাল মেজাজ হারিয়ে ফেলেন। চেয়ার আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন।
প্রথম সেটের শুরুতে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি নাদাল। শেষ পর্যন্ত ৬–৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন ম্যাকডোআল্ড। দ্বিতীয় সেটেও ম্যাকডোনাল্ডের আধিপত্য বজায় ছিল। এক সময় ৫–৩ ব্যবধানে এগিয়ে যান ম্যাকডোনাল্ড। সেই সময় নাদাল কিছুক্ষণের জন্য মেডিকেল টাইম আউট নেন। শুশ্রুষার পর ফিরে এসেও তিনি ছন্দ ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৬–৪ ব্যবধানে দ্বিতীয় সেটও জিতে নেন ম্যাকডোনাল্ড। তৃতীয় সেটে ৭–৫ ব্যবধানে জিতে অঘটন ঘটান মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।
❤ Support Us