- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩, ২০২৪
প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম, নাম ‘অঞ্জলি’, রয়েছে ১০টি গান

প্রতিবছর পুজোতে গানের অ্যালবাম প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবছরও তার ব্যতিক্রম নেই। মহালয়া দিন প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম। অ্যালবামের নাম দিয়েছেন ‘অঞ্জলি’। এই অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। সব গানগুলি নিজেই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুরও দিয়েছেন তিনিই। যদিও কোনও গানে তিনি নিজে কণ্ঠ দেননি।
জাগো বাংলার অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী জানান ‘প্রতি বছরের মতো এবছরও আমার গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এবারের পুজোয় ১০টি গান প্রকাশিত হল। অ্যালবামের নাম ‘অঞ্জলি’। গানের কথা আমিই লিখেছি, সুরও আমিই দিয়েছি। গান গেয়েছেন বাংলার গুণী শিল্পীরা।’ এখনও পর্যন্ত কটা গান লিখেছেন, মনে করতে পারেননি মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখন মনে হয় একশো কত হবে। সবাই বলছে ১৩০টা হয়েছে। আমি নিজেই জানি না। এছাড়াও রয়েছে সরকারি প্রকল্পের গান। সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আমি একটা করে গান লিখি। সেগুলো বাদ দিয়ে সংখ্যাটা ১৩০। এবছর সুরুচি সংঘের থিম সংও আমার লেখা। সুরটা আমি একটু গাইড করে দিয়েছি। ওটা আবার আলাদা আছে।’
একনজরে দেখে নেওয়া যাক, মুখ্যমন্ত্রীর গানের অ্যালবামে কী কী গান আছে। ১) আমার আড়াল আমার আবডালে – শ্রীরাধা। ২) ও বাতাস তোমায় দোলায় – নচিকেতা। ৩) আলোর ভোরে জাগো মাগো – তৃষা। ৪) ঝংকার তুমি নিজেই জানো না – বাবুল। ৫) আমার দৃষ্টির সরোবরে – রাঘব। ৬) ওই সুদূরের দেশে – ঐতিহ্য। ৭) সৃষ্টি এসো ঘুমের ঘোরে – ইন্দ্রনীল। ৮) স্বপ্ন দেখো ফুলের তালে – সুজয়। ৯) আমি শুনেছি প্রভাত পাখির গান – দেবজ্যোতি। ১০) আজ বসন্ত পঞ্চমীতে – অদিতি।
❤ Support Us