Advertisement
  • Uncategorized দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ৩০, ২০২২

আজ মরনবাঁচন ম্যাচে নামছে আর্জেন্টিনা, শিবির তাকিয়ে মেসির দিকে

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ মরনবাঁচন ম্যাচে নামছে আর্জেন্টিনা, শিবির তাকিয়ে মেসির দিকে

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে ভবিষ্যত অনিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। পরের ম্যাচে মেক্সিকোকে হারিয়ে শেষ ষোলোয় যাওয়ার অক্সিজেন সংগ্রহ করে। তবে লিওনেল মেসিদের নক আউটে যাওয়া নির্ভর করছে আজ পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ওপর। পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা জিতলেই নক আউটের ছাড়পত্র পেয়ে যাবে। যদি মেক্সিকো ও সৌদি আরবের ম্যাচ ড্র হয়, তাহলে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ ড্র হলেও সমস্যা নেই লিওনেল মেসিদের।

আর্জেন্টিনার গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। মেসিরা যদি পোল্যান্ডের সঙ্গে ড্র করে, সৌদি আরব জিতে যায়, তাহলে আর্জেন্টিনা ছিটকে যাবে। আর আর্জেন্টিনা ড্র করলে এবং মেক্সিকো জিতলে তখন গোল পার্থক্য দেখা হবে। পোল্যান্ডের কাছে হারলে ছিটকে যাবে আর্জেন্টিনা।

দুই দলের পরিসংখ্যান

  • ২০১১ সালে শেষবার আর্জেন্টিনা ও পোল্যান্ড খেলেছে। সেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পোল্যান্ড ২-১ ব্যবধানে জিতেছিল।

  • আর্জেন্টিনা ও পোল্যান্ড ১১ বার মুখোমুখি হয়েছে।  আর্জেন্টিনা জিতেছে ৬টিতে। আর পোল্যান্ডের জয় সেখানে ৩টি। ২টি ম্যাচ ড্র হয়েছে।

  • বিশ্বকাপে আর্জেন্টিনা ও পোল্যান্ড ২টি ম্যাচ খেলেছে। ১৯৭৮ সালে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনা ২-০ গোলে জয়ী হয়েছিল। ১৯৭৪ সালে আবার ২-৩ গোলে হারে আর্জেন্টিনা।

  •  বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার পরস্পরের বিপক্ষে লড়তে যাচ্ছে আর্জেন্টিনা-পোল্যান্ড।

নামের ভারে কিংবা সাফল্যে লিওনেল মেসির দল অনেকটাই এগিয়ে পোল্যান্ডের চেয়ে। ফিফা র‍্যাঙ্কিংয়ের তৃতীয় দল আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার। বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি হারার আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আলবিসেলেস্তেরা। অন্যদিকে, পোল্যান্ড আছে র‍্যাঙ্কিংয়ের ২৬ নম্বরে।

শেষ ষোলোয় যাওয়ার জন্য আর্জেন্টিনা তাকিয়ে অধিনায়ক লিওনেল মেসির দিকে। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। বিপক্ষে রয়েছেন রবার্ট লেওয়ানডস্কির মতো ভয়ঙ্কর ফুটবলার। তবে তাঁকে নিয়ে খুব বেশি ভাবতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, “‘লেওয়ানডস্কি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। দুরন্ত ছন্দে রয়েছে। তবে আমরাও তৈরি। সকলেই জানে এই ম্যাচের উপরেই আমাদের বিশ্বকাপের ভাগ্য নির্ভর করছে। তাই জেতা ছাড়া অন্য কিছুই ভাবতে চাই না এই মুহূর্তে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!