- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৭, ২০২৫
সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতার আসর এবার পূর্ব বর্ধমানে

সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতার আসর বসল কালনায়। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পরিচালিত সাবজুনিয়র ইয়ুথ লিগের অনূর্ধ্ব ১৩ স্তরের ‘জে গ্রুপে’র খেলাগুলি হবে কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে। আয়োজকদের মতে পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম জাতীয় স্তরের এত বড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ২৭ মার্চ থেকে প্রতিযোগিতাটি শুরু হল। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। আয়োজনের দায়িত্বে কালনার এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন ও কালনা মহকুমা ক্রীড়া সংস্থা। আয়োজক সংস্থার চেয়ারম্যান সুশীল মিশ্র জানান, ‘জাতীয় স্তরের প্রতিযোগিতার নিয়মকানুন মেনে মাঠ তৈরি করা হয়েছে। খেলার সময় ডাক্তার, অ্যাম্বুলেন্স ও আনুষঙ্গিক ব্যবস্থা থাকবে।’
জানা গেল, এখানে খেলবে এফএকিউ অ্যাকাডেমি, ইন্টার কাশি, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, ইউনাইটেড স্পোর্টস ও জেলার একমাত্র দল কালনার এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন। রোজ তিনটি ধাপে খেলা হবে। সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৯টা ও বিকেল সাড়ে ৩টেয়। ফুটবলপ্রেমীরা যাতে দল বেঁধে মাঠে আসেন, সেজন্য উদ্যোক্তাদের তরফে কালনা শহরজুড়ে একটি পদযাত্রা আয়োজিত হয়। উল্লেখ্য যে, ফুটবলের পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে বছর তিনেক আগে আত্মপ্রকাশ করে কালনা এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন। রাজ্যের নানা প্রান্তে শিবির গড়ে বহু প্রতিভাবান ফুটবলারকে তুলে এনে কালনায় আবাসিক শিবিরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই শিবিরকে ফুটবলার সাপ্লাই জোন হিসেবে গড়ে তোলাই লক্ষ্য উদ্যোক্তাদের।
❤ Support Us