- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২, ২০২৩
মোহনবাগান লনে বসছে ১৯১১ শিল্ডজয়ী অমর একাদশের ফুটবলারদের মূর্তি
১৯১১ সালে ইতিহাসের পাতায় নাম তুলেছিল মোহনবাগান। ভারতের প্রথম ক্লাব হিসিবে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফে শিল্ড জিতেছিল। ইতিহাস সৃষ্টিকারী সেই শিবদাস ভাদুড়ি, অভিলাস ঘোযদের মূর্তি আছে উত্তর কলকাতার মোহনবাগান রো–তে। এবার সবুজমেরুণ তাঁবুতে জায়গা পেতে চলেছেন শিবদাস ভাদুড়িরা। মোহনবাগান ক্লাবে বসতে চলেছে অমর একাদশের মূর্তি। মোহনবাগান কর্মসমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার ছিল মোহনবাগানের কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকে ক্লাবে অমর একাদশের মূর্তি বসানো নিয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯১১ শিল্ডজয়ী দলের সদস্যদের ৬ ফুটের আলাদা আলাদা মূর্তি ক্লাবের লনে বসানো হবে। ১৯১১ সালের সেই ঐতিহাসিক বেঞ্চও ব্যবহার করা হবে। এই ব্যাপারে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘ক্লাবে ১৯১১ শিল্ডজয়ী দলের একটা ছবি ছাড়া আর কিছুই ছিল না। কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে, ক্লাবে অমর একাদশের ফুটবলারদের আলাদা আলাদা মূর্তি বসানো হবে।’
১৬ ডিসেম্বর এই মূর্তি বসানোর উদ্বোধনী অনু্ষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কে আসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে মোহনবাগান কর্তারা চেষ্টা করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়ে উদ্বোধন করার। বেশ কয়েকটা নাম নিয়ে ইতিমধ্যেই কর্মসমিতির বৈঠকে আলোচনা হয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত কার হাত দিয়ে উদ্বোধন হয়। তবে উদ্বোধনী অনুষ্ঠানে অমর একাদশের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।
এদিকে, শিলিগুড়ির পর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও মোহনবাগানের নামে রাস্তা হতে চলেছে। দুর্দাপুরের অন্যতম একটা বড় রাস্তার নামকরণ হচ্ছে মোহনবাগান এভিনিউ। ৩ ডিসেম্বর রাস্তার নামকরণ উপলক্ষ্যে দুর্গাপুরে একটা অনুষ্ঠানও করা হবে।
❤ Support Us