শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
শনিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে দেখা করতে গেলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজভবন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যসচচিবকে ডেকে পাঠিয়েছিলেন। এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের মধ্যেই মুখ্যসচিবকে রাজ্যপাল হঠাৎ কেন তলব করলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি কোনও পক্ষই। শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে রাজভবনে ঢোকেন মুখ্যসচিব।
রাজ্যের শাসকদলের বক্তব্য, মন্ত্রিসভায় রদবদলের ফাইল আটকে রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই ফাইলে রাজ্যপালকে সই করার জন্য অনুরোধ করতে শনিবারের বারবেলায় রাজভবনে গিয়েছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে এটা অনুমান করা হচ্ছে, কেন না, রাজ্যপালের সঙ্গে মুখ্যসচিবের কী কথা হয়েছে তা জানা যায়নি।
রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সংক্রান্ত ফাইল রাজভবনে পৌঁছে গিয়েছে আগেই। পাঁচ দিন কাটলেও রাজ্যপাল এখনো সেই ফাইলে সই করে নবান্ন ফেরত পাঠাননি। ওদিকে ১২ সেপ্টেম্বর স্পেন ও আমিরশাহী সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি মিটিয়ে রেখে যেতে চান তিনি। কিন্তু রাজ্যপাল ফাইলে সই না করায় স্পেন সফরে যাওয়ার আগে মন্ত্রিসভায় রদবদল সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এদিকে এমন সময় রাজভবনে গেলেন মুখ্যসচিব যখন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সরকারের সঙ্গে রাজভবনের সংঘাত তীব্র আকার নিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে একের পর এক অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসানো হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক গৌতম মজুমদারকে উপাচার্য করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও নতুন উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে রথীন বন্দ্যোপাধ্যায়কে। রাজভবনের তরফে হওয়া এই নিয়োগকে স্বীকৃতি দিতে নারাজ রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
শনিবার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজ্যপাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘‘আজ মধ্যরাতের জন্য অপেক্ষা করুন। অ্যাকশন কাকে বলে দেখতে পাবেন।’’ রাজ্যপাল কী ‘অ্যাকশন’ দেখান, তা নিয়ে যখন কৌতূহল তুঙ্গে, ঠিক সেই সময়, শনিবার দুপুরেই একটি টুইট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইটে কারও নাম না করে ব্রাত্য লেখেন, ‘‘সাবধান! সাবধান! সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার এসেছে। নাগরিকেরা দয়া করে সতর্ক থাকুন। ভারতীয় পুরাণ অনুযায়ী, ‘রাক্ষস প্রহরের’ জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।’’
এই পরিস্থিতিতে রাজ্যপাল মুখ্যসচিবকে ডেকেছিলেন বলে রাজভবন সূত্রে জানা গেছে। অন্যদিকে অন্য একটি সূত্রে জানা যাচ্ছে মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত ফাইলে সই করার জন্য রাজ্যপালকে অনুরোধ জানাতে গিয়েছিলেন মুখ্যসচিব। এই দুই সম্ভাবনার মধ্যে একটা বিষয় প্রশ্ন তুলছে, “শনিবার রাতে রাজ্যপাল কী করেন”, কেন না তিনি শনিবার ব্রাত্য বসুর সমালোচনার জবাবে সাংবাদিকদের কাছে বলেছেন, ‘‘আজ মধ্যরাতের জন্য অপেক্ষা করুন। অ্যাকশন কাকে বলে দেখতে পাবেন।’’
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34