- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ১৫, ২০২৩
স্মোক বম্বকাণ্ডে মোদি-শাহর বিবৃতি দাবি বিরোধীদের।হট্টোগোলে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি সংসদের উভয়কক্ষ
সংসদে স্মোক বম্বকাণ্ডে শুক্রবারও উত্তপ্ত সংসদের উভয় কক্ষ। লোকসভা ও রাজ্যসভায় বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করেন সংসদের উভয় কক্ষে। এরপর তুমুল হট্টোগোলে সংসদের উভয় কক্ষ আজ বেলা ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। এদিকে অমিত শাহ সংসদে এই ঘটনা নিয়ে বিবৃতি না দিয়ে একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলেন, “সংসদে যা ঘটেছে সেটা গুরুতর, এই নিয়ে লোকসভার অধ্যক্ষ তদন্ত করছেন। বিরোধীরা এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন।”
এদিকে এই ঘটনায় তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শশী পাঁজা বলেন,”সংসদে অমিত শাহ বিবৃতি দিতে পারছেন না, বেসরকারি চ্যানেলে এক ঘণ্টা সাক্ষাৎকার দিতে পারছেন? আমরা চাইছি, মহীশূরের বিজেপি সাংসদের দেওয়া পাস নিয়ে পই দুই যুবক সংসদে ঢুকেছিল, তাই মহীশূরের বিজেপি সাংসদ প।রতাপ সিংয়ের মন্ত্রীপদে ইস্তফা দিতে হবে এবং তাঁকে সাংসদ পদ থেকে বহিস্কার করতে হবে।”
এদিকে শুক্রবারও লোকসভার ১১ জন সাংসদ এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ ১২ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে গান্ধি মূতির পাদদেশে ধর্ণা দেয় বিজেপি বিরোধী সাংসদরা। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে রণকৌশল তৈরি করতে “ইন্ডিয়া” জোটের বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। ডেরেক ও’ব্রায়েন বৃহস্পতিবার রাজ্যসভায় দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে হামলা নিয়ে সংসদের উচ্চকক্ষে বিবৃতি দিতে হবে। লোকসভাতেও একই দাবি করেন বিরোধী শিবিরের সাংসদরা। তাঁরা দাবি করেন, যে দুজন সংসদে পাস নিয়ে ঢুকে স্মোক বম্ব নিয়ে তান্ডব চালায়, সেই দুই যুবককে সংসদের দর্শকাসনে বসার পাস দিয়েছিলেন বিজেপির মহীশূরের সাংসদ প্রতাপ সিং, তাহলে সেই বিজেপি সাংসদকে কেন গ্রেফতার করা হবে না? কেন সাসপন্ড করা হবে না সংসদ থেকে?
❤ Support Us