Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৬, ২০২৩

২৪ এর লোকসভার লক্ষ্যে বাড়তি দায়িত্ব আইটি ও সাইবার সেলকে

আরম্ভ ওয়েব ডেস্ক
২৪ এর লোকসভার লক্ষ্যে   বাড়তি দায়িত্ব আইটি ও সাইবার সেলকে

একদিকে জাতীয়তাবাদ , রাম মন্দির , সবকা সাথে সবকা বিকাশ অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রাজ্য তথা দেশের সব মানুষকে অবগত করার উপর জোর দেওয়ার জন্য বিজেপির আইটি ও সাইবার সেলকে নির্দেশ দিলেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। কলকাতার জাতীয় গ্রন্থাগারের বিজেপির আইটি ও সাইবার সেলের ১৫০০ কর্মীর সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন অমিত শাহ ও জে পি নাড্ডা। পাশাপাশি রাম মন্দিরের প্রচারের জন্যও বঙ্গ বিজেপির আইটি ও সাইবার সেলকে বার্তা দিয়ে গেলেন অমিত শাহ।

লোকসভা নির্বাচনের আগে মানুষের হাতের তালুতে যাতে বিজেপির সব উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা যায় সেই লক্ষ্যেই বিজেপির আইটি সেল ও সাইবার সেলকে আরও তৎপরতা বাড়াতে বললেন অমিত শাহ। রাজ্যের মানুষ যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সেই বিষয়েও প্রচারের নির্দেশ দিলেন জে পি নাড্ডা।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। আগামী ১৫ জানুয়ারি থেকে অযোধ্যায় রামময় উৎসব শুরু হয়ে যাবে। এই অনুষ্ঠান চলবে রাম মন্দির উদ্বোধনের পর আরও তিন মাস। বিজেপি চাইছে রাম মন্দির নিয়ে এবার সারা দেশ জুড়ে সোজাসুজি প্রচারে নামতে। রাম মন্দিরের ইতিহাস, রাম মন্দির আন্দোলনে কত মানুষের মৃত্যু হয়েছে, কারা কারা এই আন্দোলনের পুরোধা সেটা সোশ্যাল মিডিয়ায়, ইয়ুটিউবে প্রচার করতে হবে।

বিজেপি চাইছে রাম মন্দির ইস্যুকে সামনে রেখে আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে সহজে জয় ছিনিয়ে নিতে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, “অমিত শাহ দেড় হাজার আইটি সেল ও সাইবার সেলের কর্মীকে মঙ্গলবার নির্দেশ দেন, বাংলার দুর্নীতি, বেকারি, স্বজনপোষণ,  তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রচার চালাতে এবং রাজ্যের শাসক দল তৃণমূল যে দুর্নীতির আতুর ঘর সেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায়র মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে কোনও ভাবেই যেন এই কাজে সামান্য ত্রুটি না থাকে সেটাও নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন আমাদের নেতা অমিত শাহ।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!