Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ১, ২০২৩

বিশ্ব জুড়ে মুক্তি পেল “অ্যানিম্যাল”, খানের রেকর্ড ভেঙে এগোল কাপুর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ব জুড়ে মুক্তি পেল “অ্যানিম্যাল”, খানের রেকর্ড ভেঙে এগোল কাপুর

“অ্যানিম্যাল”-এর সাড়ে ৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। স্যাকনিক ডট কম-এর রিপোর্ট অনুযায়ী, হিন্দি বলয়ে রণবীর কাপুরের  ছবি অগ্রীম বুকিংয়ে তুমুল ঝড় তুলেছে। ৫ লক্ষ ৭৫ হাজারের উপর টিকিট বুক হয়েছে “অ্যানিম্যাল”-এর। অন্যদিকে তেলুগু শোয়ের ক্ষেত্রে টিকিট বিক্রির হিসেব ১ লক্ষ ৬৩ হাজার। সবমিলিয়ে রিলিজের আগেই ২০ কোটি টাকার ব্যবসা করে ফেলল “অ্যানিম্যাল”। অগ্রিম বুকিংয়ে কত কোটি টাকার ব্যবসা করল “অ্যানিম্যাল” তা জানলে অবাক হবেন দর্শকরা ! বুকিংয়ের ক্ষেত্রে শাহরুখ খানের “পাঠান”-এর তুলনায় “জওয়ান” দারুণ ব্যবসা করেছিল। মুক্তির আগে ২০ কোটি টাকা আয় করেছিল। অতঃপর অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে রণবীর কাপুরের “অ্যানিম্যাল”-এর ব্যবসার গ্রাফও কিং খানের “জওয়ান”-এর মতোই। এবার প্রশ্ন, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমা অ্যাটলি কুমারের মতো ঝড় তুলতে পারবে কিনা?

২০২৩ সালে শাহরুখ খানের বৃহস্পতি ছিল তুঙ্গে, “জওয়ান”, “পাঠান”-এর মতো একের পর এক হিট সিনেমা দিয়ে বলিউডের বক্স অফিসে রেকর্ড গড়েছেন, ঝড় তুলেছেন, নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন কিং খান। দেশে তো বটেই, বিদেশের মাটিতেও কিং খানের ছবি ২০২৩-এ  এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। সলমন খানের “টাইগার ৩” প্রত্যাশা বাড়ালেও সেই কিং খানের রেকর্ড ছুঁতে পারেনি। ৫০০ কোটি পেরিয়েই সলমন খানের প্রচারের দৌড়ের ঘোড়া গতি হারিয়েছে। তবে এবার একেবারে হাতে ২০ কোটি টাকা নিয়েই ময়দানে নামছেন “অ্যানিম্যাল” রণবীর কাপুর।

শুক্রবার ভারত সহ একাধিক দেশে রিলিজের হয়েছে “অ্যানিম্যাল”। প্রথম দিনই গোটা বিশ্বের বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করে নিতে পারে এই সিনেমা, এমনই ধারণা ফিল্ম জগতের মহারথীদের। অন্তত অগ্রীম বুকিংয়ের ঝড়, সেদিকেই ইঙ্গিত করছে বলে তাঁদের ধারণা। “অ্যানিম্যাল” প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর আগে এই সেরার সেরা রেকর্ডের মালিক ছিলেন শাহরুখ খান। তাঁর “জওয়ান” আমেরিকার মোট ৮৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। সেদিক থেকেও আন্তর্জাতিক বাজারে রণবীর কিং খানকে পিছনে ফেলে দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!