শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
হাল ছাড়েনি, এনপিপির সঙ্গে হাত মিলিয়ে পদ্মযুক্ত সরকার গড়তে ব্যস্ত গেরুয়া শিবির
চিত্র : সংবাদ সংস্থা
মেঘালয়ে রাজনৈতিক অস্থিরতা কাটেনি। সংশয়ে ভুগছে প্রতিটি দল। বিজেপি জোট সরকার গড়তে আপ্রাণ চেষ্টা করছে। সুরাহা মেলেনি। তবে মনে হচ্ছে, দিল্লির রহস্যময় ইঙ্গিতে এনপিপি সরকারের নেতৃত্বে থাকবে। এনপিপির সহ সভাপতি প্রেস্টন টাইনসঙ বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, বিরোধীরা একজন খাসি মুখ্যমন্ত্রী নির্বাচন করার লক্ষ্য নিয়ে ৩২ অথবা ততোধিক বিধায়কের সমর্থন সংগ্রহ করুক। তিনি বলেছেন, মেঘালয়ের সাধারণ মানুষের রায়কে সম্মান দিতে হবে। মুখ্যমন্ত্রী কে হবেন, তা কেউ এককভাবে ঠিক করতে পারে না। রাজ্যের সব দলকে একসঙ্গে মিলিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে।
বিজেপি-এনপিপি বিরোধী দলগুলো সরকার গঠন করতে তৎপর। শুক্রবার বিকেলে বৈঠক ডাকে ইউডিপি । ১১ জন ইউডিপি বিধায়ক ছাড়াও যোগ দেন তৃণমূল ও কংগ্রসের ১০ । উপস্থিত ছিলেন পিডিএফের ২ ও ভিপিপি-এর ৪ নির্বাচিত সদস্য। এইচএসডিপিএর ২ ও ও নির্দল ২ প্রার্থী যোগ দিয়ে বৃহত্তর বিজেপি বিরোধী জোট তৈরির সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছেন। এরকম জোট যদি কার্যত গড়ে ওঠে, তাহলে ভেস্তে যাবে বিজেপির স্বপ্ন। মেঘালয়েই থাকবে। জাগিয়ে রাখবে আঞ্চলিক সত্ত্বাকে। খেলা তো সবেমাত্র শুরু । খেলার অঘোষিত অঙ্ক অর্থ যুগিয়ে বদলে যেতেও পারে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34