Advertisement
  • Uncategorized মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১১, ২০২৪

কাজে এল না বরুন চক্রবর্তীর দুরন্ত বোলিং, সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
কাজে এল না বরুন চক্রবর্তীর দুরন্ত বোলিং, সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। ক্রিজে স্থায়ী হলেন মাত্র ৩ বল। কোনও রান করার আগেই মার্কো জানসেনের বল ছিটকে দেয় তাঁর স্টাম্প। অশনি সংকেতটা শুরুতেই ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়ে দাঁড়াল। দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিপর্যয় ভারতের। ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা। কাজে এল না বরুণ চক্রবর্তীর দুরন্ত বোলিং।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই বিপর্যয়। চার ওভারের মধ্যে সঞ্জু স্যামসন (০), অভিষেক শর্মা (৪) ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে (৪) হারায় ভারত। অষ্টম ওভারের শেষ বলে আউট হন তিলক ভার্মা (২০ বলে ২০)। ভারতের রান তখন ৪৫/৪। অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন। ৭০ রানের মাথায় রান আউট হন অক্ষর প্যাটেল (২১ বলে ২৭) রিংকু সিং (১১ বলে ৯) ব্যর্থ। হার্দিক পান্ডিয়ার ৪৫ বলে অপরাজিত ৩৯ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১২৪ রান তোলে ভারত।

জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না দক্ষিণ আফ্রিকার কাছে। ভাল শুরুও করেছিলেন রিকেলটন (১১ বলে ১৩) ও রেজা হেনড্রিকস (২১ বলে ২৪)। রিকেলটনকে তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন অর্শদীপ সিং। এরপর মার্করামকে (৩) ফেরান বরুণ চক্রবর্তী। তিনিই দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে ধস নামান। একসময় ৮৬ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ট্রিস্টান স্টাবস (৪১ বলে ৪৭) ও জেরান্ড কোয়েৎজে (৯ বলে ১৯) জুটি দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেয়। ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। দুরন্ত বোলিং করে ১৭ রানে ৫ উইকেট নেন বরুণ চক্রবর্তী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!