Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৩, ২০২৪

মেসিকে ছাড়াই সালভাদরের দুরন্ত জয় আর্জেন্টিনার

আরম্ভ ওয়েব ডেস্ক
মেসিকে ছাড়াই সালভাদরের দুরন্ত জয় আর্জেন্টিনার

১৩ই মার্চ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। চোটের জন্য মেজর লিগ সকারের ডিসি ইউনাইটেড এর বিরুদ্ধেও ম্যাচে খেলতে পারেননি। ফিট না হওয়ায় আর্জেন্টিনার জাতীয় দলের স্কোয়াড থেকেও ছিটকে যান। তাঁকে ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রীতি ম্যাচে সালভাদরকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা।

শক্তির বিচারে সালভাদরের তুলনায় অনেকটাই এগিয়ে আর্জেন্টিনা। গোটা ম্যাচে সেই দাপটও দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজদের খেলায়। একচেটিয়া দাপট দেখিয়ে যায় মেসিবিহীন আর্জেন্টিনা। সালভাদর কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।

ফিলাডেলফিয়া লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়েছিল আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ১৬ মিনিটে এগিয়ে যায়। কর্নার থেকে হেড গোল করে দলকে এগিয়ে দেন রোমেরো। ২৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল লিওনেল স্ক্যালোনির দলের সামনে। গোলকিপারকে একা পেয়েও তিন কাঠিতে বল রাখতে পারেননি ডি মারিয়া। ম্যাচের ৪২ মিনিটে এনজো ফার্নান্ডেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও দাপট বজায় ছিল আর্জেন্টিনার। বেশি গোলের লজ্জার হাত থেকে বাঁচার জন্য সালভাদর রক্ষণাত্মক ফুটবলের দিকে মনোযোগ দেয়। তার মাঝেই ম্যাচের ৫২ মিনিটে লাউতারো মার্টিনেজের পাস থেকে ৩-০ করেন লো সেলসো। ২৬ মার্চ লস এঞ্জেলেসে কোস্টারিকার বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ল। এই ম্যাচেও মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!