Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৫, ২০২৪

গ্রেফতার অবৈধ, নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রেফতার অবৈধ, নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউজক্লিকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ইউএপিএ মামলায় তাঁর গ্রেফতার ও রিমান্ড অবৈধ ছিল। গত বছর দিল্লি পুলিশ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে এক মামলায় প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করেছিল।
ভারতে চীনের হয়ে প্রচার করার জন্য বিদেশি তহবিল পাওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গতবছর ৩ অক্টোবর নিউজক্লিকের প্রতিষ্ঠাতা এবং এইচআর–এর প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ শাখা। শহর জুড়ে পুলিশ অভিযানের পরে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছিল এবং ইউএপিও–এর অধীনে অভিযোগ আনা হয়েছিল। প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে গ্রেফতারকে অবৈধ বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি আর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চ।
দুই সদস্যের বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ৪ অক্টোবর রিমান্ড আদেশ দেওয়ার আগে আবেদনকারী কিংবা তাঁর আইনজীবীকে গ্রেফতারের কারন জানানো হয়নি। পুরকায়স্থের আইনজীবী আরশদীপ খুরানা বলেছেন যে, শীর্ষ আদালত ট্রায়াল কোর্টে জামিনের বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‌আমাদের ট্রায়াল কোর্টের সামনে জামিনের মুচলেকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটা একটা বড় স্বস্তি। আমরা শুরু থেকেই বলে আসছি যে, প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে পুরো প্রক্রিয়াটি বেআইনি এবং গ্রেফতারের পদ্ধতি অবৈধ ছিল। যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছে।’‌
নিউজ পোর্টাল নিউজক্লিক ও তার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, বেআইনি কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহ, চীনের হয়ে প্রচার ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ নিয়ে এসেছিল দিল্লি পুলিশ। এমনকি ২০২০ সালে দিল্লি দাঙ্গার সঙ্গে যুক্ত থাকার অভিযোগও তোলে। দিল্লি পুলিশের বিশেষ শাখা আদালতে প্রবীর পুরকায়স্থ ও নিউজক্লিকের বিরুদ্ধে ৮ হাজার পাতার চার্জশিট জমা দেয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!