Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৫, ২০২৩

পাকিস্তানকে উড়িয়ে ব্রোঞ্জ, মহিলা ক্রিকেটারদের হাত ধরে প্রথম পদক বাংলাদেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তানকে উড়িয়ে ব্রোঞ্জ, মহিলা ক্রিকেটারদের হাত ধরে প্রথম পদক বাংলাদেশের

রবিবার ভারতের কাছে হেরে রুপো ও সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। তবে পদকের স্বপ্ন শেষ হয়ে যায়নি। তৃতীয় স্থানের লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। একই সঙ্গে আগের এশিয়ান গেমসের ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল। মহিলা ক্রিকেটারদের হাত ধরে এবারের এশিয়ান গেমস থেকে প্রথম পদক এল বাংলাদেশের।
বাংলাদেশের তুলনায় ধারেভারে অনেকটাই এগিয়ে ছিল পাকিস্তান। পরিসংখ্যানেও অনেটকাই এগিয়ে ছিল পাকিস্তান। এর আগে ১৬ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছিল বাংলাদেশ।  নিগার সুলতানাদের কাছে কাজটা সহজ ছিল না। কিন্তু বাংলাদেশ স্পিনারদের দাপটে ম্যাচ একপেশে হয়ে দাঁড়ায়। টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই বিপক্ষকে চেপে ধরেন বাংলাদেশ বোলাররা। ২ ওভারের মধ্যেই ৬ রানে ২ উইকেট তুলে নেন। স্পিনারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৪ রান তোলে পাকিস্তান। সর্বোচ্চ রান করেন আলিয়া রিয়াজ (‌১৭)‌। ১৪ রান করেন অধিনায়ক নিদা দার। বাংলাদেশের সোমা আখতার ১৬ রানে ৩টি ও সঞ্জিদা আখতার ১১ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ৬৫ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না বাংলাদেশের কাছে। ওপেনিং জুটিতে ২৭ রান তুলে জয়ের ভিত গড়ে দেন শামিমা সুলতানা (‌১৩)‌ ও সাথী রানি (‌১৩)‌। শোভনা মোস্তারি (‌৫)‌, নিগার সুলতানা (‌২)‌, রিতু মনি (‌৭)‌ দ্রুত ফিরে গেলেও বাংলাদেশকে জয় এনে দেন সোমা আখতার (‌অপরাজিত ১৪)‌। ১০ বল বাকি থাকতে ৬৫/‌৫ তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ১০ রানে ৩ উইকেট তুলে নেন নাসরা সান্ধু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!