- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৬, ২০২৩
আরও একটা সোনা এল ঘরে, পদক তালিকায় সপ্তম স্থানে ভারত

এশিয়ান গেমসে মঙ্গলবার ভারতের ঝুলিতে এল আরও একটা সোনা। ইকুয়েস্ট্রিয়ানে দলগত বিভাগে সোনা জিতেছে ভারতীয় দল। ১৯৮২ সালের পর এই বিভাগে সোনা এল ভারতের ঘরে। ইকুয়েস্ট্রিয়ানে সোনাজয়ী ভারতীয় দলে রয়েছেন বাংলার অনুশ আগরওয়াল। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ৩টি সোনা এল ভারতের ঘরে।
ইকুয়েস্ট্রিয়ানে দলগত বিভাগে ভারত ২০৯.২০৫ পয়েন্ট সংগ্রহ করে সোনা জিতেছে। রুপোজয়ী চীনের সংগ্রহ ২০৪.৮৮২। আর ২০৪.৮৫২ পয়েন্ট সংগ্রহ করে ব্রোঞ্জ জিতেছে হংকং। সোনাজয়ী ভারতীয় দলে ছিলেন সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিং, হৃদয় বিপুল ছেদা ও অনুশ আগরওয়াল। ইকুয়েস্টরিয়ানে সোনা জয়ের আগে মহিলাদের শুটিং ও ক্রিকেটে সোনা জিতেছে ভারত।
এদিন সেইলিং থেকে ভারতের দিনের প্রথম পদক আসে। দেশকে রুপো এনে দেন নেহা ঠাকুর। মহিলাদের ডিঙ্গি ইভেন্টে রুপো জিতেছেন তিনি। ১৭ বছরের নেহা থাইল্যান্ডের নোপ্পাস্রন খুনবুজানকে হারিয়ে পদক জিতেলন। রুপো জেতার মুহূর্তে তাঁর নেট স্কোর ছিল ২৭। ১১ রাউন্ডের পর পদক জিতলেন এই ভারতীয় মেয়ে। নেহা সোনা জাতার কয়েক ঘণ্টার ব্যবধানে একই বিভাগে ফের পদক আসে ভারতের ঘরে। সেইলিংয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন ভারতে ইবাদ আলি এবং বিষ্ণু সর্বানন।
তৃতীয় দিন পর্যন্ত ভারতের ঘরে এসেছে ৩টি সোনা, ৪টি রুপো ও ৭টি ব্রোঞ্জ। মোট ১৪টি পদক জিতে ভারত পদক তালিকায় রয়েছে সপ্তম স্থানে। ৫৩টি সোনা, ২৭টি রুপো, ২২টি ব্রোঞ্জ, মোট ৯৩ টি পদক পেয়ে শীর্ষে রয়েছে চীন।
❤ Support Us